বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা সময়ে সময়ে নিজের রাশি পরিবর্তন করে থাকে। তারফলে সমস্ত রাশির জন্য তার প্রভাব পড়তে থাকে। এদিকে, চলছে শ্রাবণ। আর এই শ্রাবণ মাসে পড়ছে সূর্যের গোচর। আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রয়েছে সূর্যের গোচর। তবে সূর্যদেব রাশি নয়, নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। কারা কর লাকি, তা দেখে নিন।
কন্যা
সূর্যের নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য বেশ লাভদায়ক হত পারে। আপনি কাজের দিক থেকে লভ পেতে পারেন। ব্য়বসাতেও হতে পারে লাভ। মিডিয়া, মার্কেটিং, ব্যবসার ক্ষেত্রে কিম্বা শিক্ষার ক্ষেত্রে যাঁর জড়িত তাঁরা পেতে পারেন লাভ। টাকা বাসম্পত্তি লাভের নতুন নতু রাস্তা তৈরি হতে পারে। চাকরিতে প্রমোশন বা বেতন বৃদ্ধি হতে পারে। সঙ্গীত, শিল্প কলা, রচনাত্মক কাজে রুচি বাড়তে পারে। আপনার নানান ইচ্ছা পূরণ হতে পরে এই সময়।
( Mangal Entry in Kanya: ২৮ জুলাই থেকে টেনশনের দিক শেষ এই ৩ রাশির! মঙ্গলের কৃপায় কী কী প্রাপ্তি যোগ?)
(Shani shukra astrology: একজোট হচ্ছেন শনি, শুক্র! কপাল ফিরতে পারে একগুচ্ছ রাশির! লাকি কারা?)
তুলা
সূর্য়ের নক্ষত্র পরিবর্তন, তুলা রাশির জাতক জতিকাদর জন্য বেশ ফলদয়ী। এই সময় প্রতিযোগীতামূলক পরীক্ষায় বেশ কিছু সাফল্যের মুখ দেখতে পারেন। কোথাও ধার্মিক বা মাঙ্গলিক যাত্রায় যেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বাড়বে। কোনও মাঙ্গলিক কাজ হতে পারে পরিবারে। এই সময় আপর আত্মবিশ্বাস বাড়বে। আপনর সাহস আর পরাক্রম বাড়তে থাকবে।
কর্কট
এই সময় সম্পত্তি কেনা শুভ। আয়ের নতুন নতুন রাস্তা বের হবে। কর্ক রাশির লোকজনের জন্য সূর্যের নক্ষত্র পরিবর্তন বেশ লাভদায়ী। বিভিন্ন দিক থেকে বেশ কিছু ভালো লাভ হবে। এই সম গাড়িও কিনতে পারেন। চাকরিরতদের পদোন্নতি হতে পারে এই সময়। কোনও আইনি মামলা দীর্ঘদিন ধরে যদি আপনকে ভোগায়, তাহলে তা এবার আপনাকে স্বস্তি দিতে থাকবে। কেরিয়ারে নতুন নতুন অভিজ্ঞতা আসতে পারে। আপনার পরিকল্পিত যোজনা থেকে পেতে পারেন লাভ।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )