
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফিডের বিরুদ্ধে ম্যাগনাস কার্লসেনের ক্ষোভ দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে আসছে। এবং বিশ্ব নং ১ এই দাবাড়ু বিশ্ব দাবা সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। এর কারণ তারা আনুষ্ঠানিকভাবে ফ্রিস্টাইল দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টারটি সম্প্রতি Take Take Take নামক অ্যাপে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যেখানে তিনি অংশীদারও, যে তাঁকে ফ্রিস্টাইল বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বীকৃতির ব্যাপারে ফিডের প্রেসিডেন্ট আর্কাদি দ্বোরকোভিচ নিজেই আশ্বাস দিয়েছিলেন।
এরপর কার্লসেন বিশ্ব র্যাপিড ও ব্লিটজ চ্যাম্পিয়নশিপে অংশ নেন। যেখানে তিনি একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন। প্রথমে আসে ‘জিন্সগেট’ বিতর্ক, যেখানে র্যাপিড টুর্নামেন্ট চলাকালীন তাঁকে জিন্স পরার জন্য জরিমানা করা হয় এবং একদিনের জন্য বহিষ্কার করা হয়। প্রতিক্রিয়াস্বরূপ, কার্লসেন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান, তবে ব্লিটজ চ্যাম্পিয়নশিপে ফিরে আসেন।
ব্লিটজ চ্যাম্পিয়নশিপেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁকে। তিনি ইয়ান নেপোমনিয়াচির সঙ্গে শিরোপা ভাগ করে নেন এবং পর্দার আড়ালের একটি ভিডিয়ো ফাঁস হয়ে যায়, যেখানে ম্যাচ-ফিক্সিং অভিযোগের জন্ম দেয়। পরে কার্লসেন সেই অভিযোগ উড়িয়ে দেন, দাবি করেন যে তাঁর কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং ফিডের খারাপ টাই-ব্রেকার নিয়মের কারণে তিনি শিরোপা ভাগ করে নিতে চেয়েছিলেন।
আরও পড়ুন … মেসি নাকি রোনান্ডো! সেরা কে? জবাব দিলেন CR7 ও LM10-এর প্রাক্তন সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়া
র্যাপিড চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ানোর পর কার্লসেন ফিডের সহ-সভাপতি বিশ্বনাথন আনন্দের সমালোচনা করেছিলেন। বিশ্বনাথন আনন্দ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘তিনি এই দায়িত্বের জন্য প্রস্তুত ছিলেন না। সেটাই আমার উপলব্ধি।’ এদিকে, আনন্দ ChessBase India-কে বলেন যে কার্লসেন নিয়ম মানতে রাজি হননি, তাই ফিডের হাতে আর কোনও বিকল্প ছিল না।
ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাথি সম্প্রতি কৌতুকশিল্পী সাইরাস ব্রোচারার ইউটিউব শো-তে এসে দাবায় স্লেজিং এবং বিশেষত কার্লসেন নিয়ে কথা বলেন। গুজরাথি বলেন, ‘সে সম্প্রতি ফিদেকে ** (একটি অশ্লীল শব্দ) বলেছিল, তারপরও পরদিন সে টুর্নামেন্টে খেলতে গিয়েছিল।’ এরপর ব্রোচারা তাঁকে আনন্দের বিরুদ্ধে কার্লসেনের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলে গুজরাথি পরিষ্কার করে বলেন, ‘বিশি এখন ফিডের অংশ।’
আরও পড়ুন … ভিডিয়ো: ভারতীয় অধিনায়ক স্বার্থপর নাকি নিঃস্বার্থ? রোহিতকে নিয়ে অশ্বিনের নিখুঁত বিশ্লেষণ
গুজরাথি নিজেও Freestyle Chess Players Club-এর সদস্য, যেখানে গ্র্যান্ড স্ল্যাম ট্যুরের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন, যা কার্লসেনের মালিকানাধীন। তিনি আরও বলেন যে কার্লসেনের আসল মন্তব্য সম্পর্কে তিনি অবগত নন, কারণ তিনি তখন নিজের বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। তবে চাপ দেওয়ার পর তিনি স্বীকার করেন, ‘সে একজন বিদ্রোহী।’
আরও পড়ুন … ঘরোয়া ক্রিকেটে রান করেও ভারতীয় দলে জায়গা হয়নি, এবার অজিত আগরকরকে জবাব দিলেন করুণ নায়ার
কিন্তু সঞ্চালক এখানেই থামেননি এবং আরও চাপ দেন। এরপরে তিনি বলেন, ‘ব্যাপারটা হল, সে এটা করার সামর্থ্য রাখে। সে বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাই পার পেয়ে যায়। এখন অবস্থা এমন যে, সে খেলাটার চেয়েও বড় হয়ে গেছে।’ এরপর তিনি কার্লসেনের সঙ্গে বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুলনা করেন। তিনি বলেন, ‘কখনও কখনও শিল্পী শিল্পের চেয়েও বড় হয়ে ওঠে। শাহরুখ খান হল শাহরুখ খান। সে একজন তারকা। এখন যদি শাহরুখ খানের কোনও সিনেমা আসে, তুমি সেটা দেখতে যাবে।’
সঞ্চালক আরও বলেন, ‘তবে তোমাকে মানতে হবে, কিছু তারকা আলাদা হয়।’ এরপর তিনি এশিয়ান গেমসের রৌপ্যজয়ী বিদিত গুজরাথির ওপর চাপ প্রয়োগ করা বন্ধ করেন। কার্লসেন বর্তমানে Weissenhaus Freestyle Chess Grand Slam-এ অংশ নিচ্ছেন, যেখানে তিনি সেমিফাইনালে ভিনসেন্ট কাইমারের কাছে হেরে গিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports