
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম ভয়ংকর ওপেনার রোহিত শর্মা। তিনি নিজের ব্যাটিংয়ের নিজস্ব ধরন তৈরি করেছেন। যদিও অধিনায়ক হিসেবে তার সব ফলাফল তার পক্ষে আসেনি, তবে তাঁর একটা গুণ, যা কেউ অস্বীকার করতে পারবে না, সেটি হল রোহিত শর্মার ‘নিঃস্বার্থ’ মনোভাব। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োতে, রোহিত শর্মার এই নিঃস্বার্থ মানসিকতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
গত কয়েক বছরে রোহিত শর্মার উদাহরণ সৃষ্টি করেছেন তিনি এবং ভারতীয় দলের নতুন ব্যাটিং পদ্ধতির রূপকার হয়েছেন রোহিত। ভারতের হয়ে ইনিংসের সূচনা করতে গিয়ে রোহিত শর্মা সবসময় দলের জন্য শক্ত ভিত্তি গড়তে চেয়েছেন, ব্যক্তিগত রেকর্ডের কথা না ভেবেই তিনি এমনটা করেন। অধিনায়ক রোহিতের এই বিশেষ বৈশিষ্ট্যই রবিচন্দ্রন অশ্বিনের সবচেয়ে প্রিয়।
রবিচন্দ্রন অশ্বিন এক ইউটিউব ভিডিয়োতে বলেন, ‘রোহিতের যে গুণটি আমি সবচেয়ে বেশি প্রশংসা করি, তা হল তার নিঃস্বার্থতা। তিনি খুবই নিঃস্বার্থ। যদি আপনি স্বার্থপর হন, তাহলে আপনি মুক্তভাবে খেলতে পারবেন না, আগ্রাসী ক্রিকেট খেলতে পারবেন না। রোহিত বহুবার ব্যক্তিগত মাইলফলকের চিন্তা না করে বড় ইনিংস খেলেছেন। এই দিক থেকে আমি তার প্রতি গভীর শ্রদ্ধাশীল, এবং আমি সত্যিই খুশি যে তিনি দেখাচ্ছেন কীভাবে সামনে এগোতে হয়।’ রোহিত আমায় বলছিলেন, ‘হ্যাঁ, আজ আমি রান করেছি, কিন্তু এটি স্বাভাবিক ব্যাপার। আমার ওয়ানডে ফর্ম ভালো, তবে আরও অনেক খেলোয়াড় আছেন যাদের প্রশংসা করতে হবে এবং অনুপ্রাণিত করতে হবে।’
আরও পড়ুন … ঘরোয়া ক্রিকেটে রান করেও ভারতীয় দলে জায়গা হয়নি, এবার অজিত আগরকরকে জবাব দিলেন করুণ নায়ার
রোহিতকে শ্রদ্ধা জানিয়ে অশ্বিন আরও বলেন, ‘সবকিছু স্বাভাবিক করা উচিত। আমাদের তারকাখ্যাতি বা সেলিব্রিটি সংস্কৃতিকে অতিরিক্ত প্রচার করা উচিত নয়। আগামী প্রজন্মের জন্য এটি স্বাভাবিক করা প্রয়োজন। আমরা ক্রিকেটার—অভিনেতা বা সুপারস্টার নই। আমরা ক্রীড়াবিদ, যাদের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ থাকা উচিত।’
এরপরে অশ্বিন বলেন, ‘যখন বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো খেলোয়াড়, যারা তাদের কেরিয়ারে অনেক কিছু অর্জন করেছেন, বড় রান করেছেন, এটি স্বাভাবিক ব্যাপার হওয়া উচিত। লক্ষ্য হওয়া উচিত আরও বড়। এটি ব্যক্তিগত অর্জনের ব্যাপার নয়।’ অশ্বিন আরও বলেন, রোহিত ভারতীয় দলকে ওয়ানডে ক্রিকেটের নতুন যুগের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছেন। অভিজ্ঞ এই অলরাউন্ডারের মতে, রোহিত নিজের ব্যাটিংয়ে পরিবর্তন এনে বাকিদের জন্য পথ দেখিয়েছেন।
আরও পড়ুন … রোহিতকে বললাম আমার হাত গেছে… ভাঙা আঙুল নিয়ে শতরানের ইনিংস! ICC World Cup 2019-র স্মৃতি মনে করালেন ধাওয়ান
অশ্বিন বলেছেন, ‘খেলা বদলে যাচ্ছে। আমাদের সকলের বোঝা দরকার যে ক্রিকেট ব্যক্তি বিশেষের চেয়ে বড়। রোহিত সকলকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। ভারতীয় ক্রিকেটে বরাবরই ব্যক্তিগত গড় বাড়ানো, অপরাজিত থেকে ব্যাটিং শেষ করা, ব্যক্তিগত পরিসংখ্যান মনিটর করা এবং দলে জায়গা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু ছোটবেলা থেকেই আমরা দেশের হয়ে খেলার জন্য জার্সি পরে মাঠে নামি। রোহিত সেটাই করে দেখাচ্ছেন।’
আরও পড়ুন … SL vs AUS: সিরিজের মাঝেই সন্দেহ হয়েছিল, শেষে রিপোর্ট কেন? কুনম্যানের বোলিং অ্যাকশন নিয়ে নতুন বিতর্ক
রবিচন্দ্রন অশ্বিন আরও বলেন, ‘২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে আমূল পরিবর্তন এনেছিল। ভারত কিছুটা দেরিতে সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়েছে। কে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন? রোহিত শর্মা। আমাদের এই পরিবর্তনে সময় লেগেছে আট বছর। হয়তো ছয় বছরে এটি সম্ভব হলে, আমরা আরও একটি বড় ট্রফি জিততে পারতাম। তাই, রোহিত ছিলেন সেই আলোকবর্তিকা, যিনি এই রূপান্তরের পথ দেখিয়েছেন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports