আরও একবার উইম্বলডনে বিতর্কে জড়ালেন টেলর ফ্রিটজ। যদিও এক্ষেত্রে তাঁর কোনও ভুল নেই। মঙ্গলবার কারেন কাচানভের বিরুদ্ধে ম্যাচে এলেক্ট্রনিক লাইন কলিং সিস্টেমের ত্রুটির জন্য বিতর্ক তৈরি হল উইম্বলডনে। এর আগে লণ্ডনের কারফিউ-এর নিয়মের জন্যেও ম্যাচের পঞ্চম সেট থেমে গেছিল কদিন আগে। এবার ফের ইএলসি সিস্টেমের ত্রুটির জন্য সমস্যা তৈরি হল, এবং খেলা থামিয়ে ফের রিপ্লে করতে হল আম্পায়ারদের।
চতুর্থ সেটের প্রথম গেমের আগেই ফ্রিটজ এগিয়ে গেছিল ৬-৪, ৬-৪, ১-৬ ফলে। এরপর খাচানভ যখন ফোরহ্যান্ড শর্ট মারতে যাবে তখনই ইএলসিতে হঠাৎই ফল্ট কল ধরা পড়ে। এর আগে প্রথম সার্ভ মিস করেন ফ্রিটজ। সেটা সিস্টমে সঠিকভাবে ধরা পড়লেও এরপর দ্বিতীয় সার্ভের পর তিনটি শট হতে না হতেই হঠাৎ করে ভুল কল দেওয়া হয় ইএলসিতে।
চেয়ার আম্পায়াররা জরুরি ভিত্তিতে নির্দেশ দেন সিস্টেমকে পুনরায় সেট করার জন্য। যা দেখে বেজায় বিরক্ত হতে দেখা যায় মার্কিন টেনিস তারকা টেলর ফ্রিটজকে। এরপর আম্পায়াররা ঘোষণা করেন, যে শেষ পয়েন্টের খেলাটি পুনরায় আয়োজিত হবে, সিস্টেম ফের কাজ করা শুরু করেছে। রিপ্লে পয়েন্টটি খাচানভ জিতলেও এরপর মার্কিন তারকা দুরন্ত কামব্যাক করেন। টাইব্রেকারে সেই সেট জিতে সেমিফাইনালে প্রবে করেন। সেখানে কার্লোস আলকারাজের মুখোমুখি হতে চলেছেন তিনি।
এরপর অল ইংল্যান্ড ক্লাবের তরফে জানানো হয়, যেহেতু প্লেয়ারটি যখন সার্ভ নিয়েছেন, তখন সিস্টেমের সামনে থেকে বল বয় যাচ্ছিল, তাই কখন থেকে পয়েন্টের শুরু হয়েছে সেটা স্বয়ংক্রিয় এই যন্ত্র ধরতে পারেনি, এর জেরেই পুরো ঘটনাটি নাকি ঘটে যায়। তাই চেয়ার আম্পায়াররা ফের একবার রিপ্লে দেন। খাচানভ ম্যাচ শেষে জানিয়েই দেন, যে তিনি এই নতুন প্রযুক্তির পক্ষে নন, যেটা অল ইংল্যান্ডে শুরু করা হয়েছে। তিনি ইলেক্ট্রনিক যন্ত্রের থেকেও লাইন আম্পায়ারেই বেশি ভরসা রাখেন বলে জানান। টেলর ফ্রিটজও দাবি করেন, ইএলসির ব্যবহার তখনই করা হোক যদি লাইন আম্পায়ারের কলের ক্ষেত্রে কোনও ভুল ত্রুটি থেকে থাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।