সোমবার উইম্বলডনের সেন্টার কোর্টে বসেছিল চাঁদের হাট। নোভাক জকোভিচ সেই কোর্টে অ্যালেক্স ডি মিনৌরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেডেরার থেকে ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট, প্রাক্তন ক্রিকেটার জিমি অ্যান্ডারসন ছাড়াও ম্যাচ দেখতে হাজির হয়েছিল সস্ত্রীক বিরাট কোহলি।
রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে জকোভিচের দুর্দান্ত প্রত্যাবর্তন দেখে সার্বিয়ান তারকাকে প্রশংসায় ভরান বিরাট কোহলি। শুরুর দিকে অজি তারকা অ্যালেক্স ম্যাচের রাশ নিজের দখলেই রেখেছিল। প্রথম সেট ৬-১ ফলে জিতে নেন অ্যালেক্স। কিন্তু এরপর টানা তিনটি সেটেই পরপর জিতে অ্যালেক্সকে ছিটকে দেন সার্বিয়ান সুপারস্টার। চতুর্থ সেটে একটা সময় ৪-১ ফলে এগিয়ে গেছিলেন মিনৌর, কিন্তু সেখান থেকে ফের জোকার কামব্যাক করেন। পরপর পাঁচটি গেম জিতে সেই সেট জিতে নেওয়ার পাশাপাশি ম্যাচও পকেটে পুড়ে ফেলেন জকোভিচ।
এমন ম্যাচ দেখার পর বিরাট কোহলি সোশাল নেটওয়ার্কিং সাইটে লেখেন, ‘ অসাধারণ একটা জয়। গ্ল্যাডিয়েটরের জন্য এটা খুবই সাধারণ একটা বিষয় ’। আর বিরাটের এই পোস্টই এরপর শোয়ার করেন প্রাক্তন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। তিনি বিরাটের পোস্ট শেয়ার করে লেখেন, "Thank you for supporting"।

মার্টিনা নাভ্রাতিলোভা এবং রজার ফেডেরারের পর নোভাক জকোভিত টেনিসবিশ্বের তৃতীয় খেলোয়াড় যিনি উইম্বলডনে ১০০টি জয় পেয়েছেন। তাঁর টার্গেট এখন ২৫তম গ্র্যান্ডস্লাম জয়, যা জিততে পারলেই তিনি নারী পুরুষ নির্বিশেষে সব থেকে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়বেন। আপাতত মহিলাদের মধ্যেও সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী মার্গারেট কোর্টের ঝুলিতে রয়েছে ২৪টি গ্র্যান্ডস্লাম।
ম্যাচ শেষে জোকার বলেন, ‘এটা আমার জন্য খুব একটা ভালো শুরু ছিল না। বরং অ্যালেক্স ডি মিনৌরই ভালো শুরুটা করেছিল। আমি দ্বিতীয় সেটের পর নিজেকে একরকমভাবে তৈরি করি। আমি কঠিন সময়ও জ্বলে উঠতে পারায় বেশ খুশি, আর এই ম্যাচ জিততে পারায় ’।
সিনার এবং জোকার যদি কোয়ার্টার ফাইনালে জেতেন, তাহলে সেমিফাইনালে তাঁরাই দুজন একে অপরের মুখোমুখি হতে চলেছেন। সাম্প্রতিক সময়ে বারবারই জোকার পরাস্ত হয়েছিল আলকারাজ এবং সিনারের বিরুদ্ধে। তাই জকোভিচের গ্র্যান্ডস্লাম জয়ের পথে বাধা ফের সেই ইটালিয়ান তারকাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।