উইম্বলডনের ম্যাচ দেখতে সোমবার উপস্থিত হয়েছিলেন রজার ফেডেরার। সেন্টার কোর্ট থেকে অবসর নিয়েছিলেন তিনি ২০২২ সালে। এরপর থেকে তিন বছর ধরেই তিনি প্রতি উইম্বলডনের সময় খেলা দেখতে আসেন। স্ত্রী মিরকাকে নিয়ে রয়্যাল বক্সে বসেই নোভাক জকোভিচ বনাম অ্যালেক্স ডি মিনৌরের খেলা দেখছিলেন তিনি। এই কোর্টেই মিরা আন্দ্রিভা হারিয়ে দেন এম্মা নাভারোকে। কিন্তু দিনের শেষ খেলার সময়ই চোট পেয়ে খেলা আর এগোতে পারেননি বুলগেরিয়ার তারকা টেনিস খেলোয়াড় গ্রিগর দিমিত্রভ।
রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে বিশ্বের এক নম্বর টেনিস তারকা জানিক সিনারের মুখোমুখি হয়েছিল দিমিত্রভ। কিন্তু ১১ বছর পরেও তাঁর উইম্বলডনের কোয়ার্টারে ওঠা হল না। কারণ চোটের জন্য এগিয়ে থাকা অবস্থাতেও তাঁকে ছিটকে যেতে হল। ম্যাচের প্রথম দুটি সেটই জিতেছিলেন বুলগেরিয়ার দিমিত্রভ, তাই অনেকেই মনে করছিলেন যে জোকারের গ্র্যান্ডস্লাম জয়ের পথ প্রশস্ত হতে পারে।
কিন্তু ভাগ্যের পরিহাসে সেটা হল না। কারণ তৃতীয় সেটে যখন ফলাফল ২-২, তখনই পঞ্চম সেটে সার্ভ করতে গিয়ে অসুবিধায় পড়েন দিমিত্রভ। এরপর সার্ভ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তিনি বুক ধরে চেঁচিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে মেডিক্যাল স্টাফরা গিয়ে তাঁকে শুশ্রুষা করেন। দেখে রজার ফেডেরারেও চেয়ার থেকে উঠে দাঁড়ান। এত ভালো পারফরমেন্সের পর এমন চোট পেয়ে ছিটকে যাওয়া যেন মেনে নিতে পারছিলেন খোদ ফেডেক্সও।
শুশ্রুষার পর কিছুক্ষণের জন্য ফিরলেও আর খএলা চালাতে পারেননি তিনি। এমনকি চোট এতটাই গুরুতর ছিল, যে কোর্ট ছাড়ার সময় দর্শকদের দিকে হাত তুলে ধন্যবাদও দিয়ে পারছিলেন না তিনি। চোটপ্রবণ দিমিত্রভ এই নিয়ে শেষ পাঁচটি গ্র্যান্ডস্লামেই রিটায়ার করতে বা চোট পেয়ে ছিটকে যেতে বাধ্য হলেন।
ম্যাচ হারের মুখ থেকে বেঁচে যাওয়া জ্যানিক সিনার এরপর নিজেই স্বীকার করে নেন, ‘সত্যি কথা বলতে কি, আমি জানি না কি বলব। ও অসাধারণ একজন খেলোয়াড়। শেষ কয়েক বছর ধরে ও খুবই দুর্ভাগ্যে ভুগছে। আমার খুব ভালো বন্ধু। আমরা একে অপরকে কোর্টের বাইরেও খুব ভালো বুঝি। ওকে এইভাবে দেখে মন থেকেই আমার খুব কষ্ট লাগছে। ওর কাছে যদি সুযোগ থাকত, তাহলে হয়ত ও পরের রাউন্ডে খেলতে পারত, ও সেটার যোগ্য ছিল ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।