উইম্বলডনের লাইন কলিং সিস্টেমের একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বেজায় বিরক্তি প্রকাশ করলেন অ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন লাইন কলের ক্ষেত্রে একটা ভুলের জন্যই তাঁকে একটি গেম হারতে হয়েছে, এমন দাবি করলেন তিনি। ইংল্যান্ডের সোনায় কার্তালের সঙ্গে ম্যাচ ছিল রুশ তারকার, সেন্টার কোর্টে। প্রথম সেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর দেখে মনে হচ্ছিল প্রথম সেটে টাইব্রেকারে ম্যাচ গড়িয়ে লড়াই হবে।
নবম গেমের সময় পাভলিউচেঙ্কোভা সার্ভ করছিলেন। তিনি তিনটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে দেন, এবং দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি খেলায় আধিপত্য বজায় রেখেই খেলছেন। তাঁর সার্ভ নেওয়া একটি শটের পাল্টা শট খেলেন কার্তাল, দেখে মনে হচ্ছিল বেসলাইনের মধ্যেই রয়েছে, কিন্তু স্বয়ংক্রিয় লাইন কল সিস্টেম থেকে হঠাৎই বেজে ওঠে স্টপ স্টফ কল, একটু বিলম্বিত কল-র কারণে সকলেই হতচকিত হয়ে পড়েন। তিনি আশা করছিলেন, সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত জানাতে হবে, কিন্তু যখন তিনি ৫-৪ এ এগিয়ে যেতে বসেছিলেন, তখন সিদ্ধন্ত আসে।
আম্পায়ার নিকো হেলওয়ার্থ লাইন কলিং টিমের সঙ্গে ফোনে কথা বলেন, ততক্ষণ দুই খেলোয়াড়ই অপেক্ষা করেন। রিপ্লে-তে দেখা যায় কার্তালের শটটি বাইরে ছিল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেখে সকলেই অবাক হয়ে যান। সেখানে বলা হয় যে সিস্টেম নাকি বলের শেষ ট্র্যাকিং পয়েন্ট বের করতে পারছে না, তাই আবার রিপ্লে হবে। এরপর ৩৪ বছর বয়সী রাশিয়ান তারকা খেলা চালিয়ে যান, তবে তিনি নিজের বিরক্তি সরাসরি প্রকাশ করেন।
এরপর কোর্ট অদলবদলের সময় পাভলিউচেঙ্কোভাকে বলতে শোনা যায়, ‘আমি জানি না যে ওটা ভিতরে ছিল না বাইরে, তুমি প্রমাণ করতে পারবে না। তোমরা আমার হাত থেকে খেলাটা ছিনিয়ে নিলে। তোমরা আমার সঙ্গে চুরি করলে ’
এরপর অল ইংল্যান্ড ক্লাবও বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে নিয়ে জানায়, ‘আমরা এই ম্যাচের খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমার অগাধ আত্মবিশ্বাস রয়েছে বল ট্র্যাকিং টেকনোলজির ওপর। যদিও মানুষ মাত্রই ভুল হয়, এখানেও সেটাই হয়েছে। এরপর যা যা পরিবর্তন দরকার, সবই করেছি ’।
এত বিতর্ক সত্ত্বেও অবশ্য প্রথম সেটে ৭-৬ ফলে জিতেছিলেন পাভলিউচেঙ্কোভা। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে তিনি পরের রাউন্ডে যান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পুরো বিষয়টাই খুব বিস্ময়কর, আম্পায়াররা দেখেছিল যে বল বাইরে। আমি আশা করেছিলাম তিনি কোনও উদ্যোগ নেবেন, তাঁকে সেই কারণেই এই চেয়ারে বসানো হয়েছে। কিন্তু উনি কোনও পদক্ষেপই নেননি। হয়ত এর কারণ, তিনি এখানকার। আমি জানি না, তবে ওটা খেলার একটা খুব গুরুত্বপূর্ণ মূহূর্ত ছিল ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।