Mumbai vs Hyderabad Ranji Trophy: হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে রাহানের ডাবল সেঞ্চুরির পাশাপাশি শতরান করেন যশস্বী জসওয়াল ও সরফরাজ খান। নিশ্চিত শতরান হাতছাড়া করেন সূর্যকুমার যাদব।
অজিঙ্কা রাহানে। ছবি- এএফপি।
একই সঙ্গে ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। পূজারা কাউন্টির পারফর্ম্যান্স দিয়ে টিম ইন্ডিয়ায় ফিরে এসেছেন। রাহানে সেই থেকেই পায়ের তলার জমি খুঁজে বেড়াচ্ছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে।
ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেটে রাহানে মন্দ খেলেননি। তবে টেস্ট দলে ফিরতে রঞ্জি ট্রফির দিকে তাকিয়েছিলেন মুম্বই অধিনায়ক। অবশেষে মঞ্চটা পেতেই যথাযথ কাজে লাগালেন রাহানে। হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করলেন তিনি। সন্দেহ নেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের আগে জাতীয় নির্বাচকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন অজিঙ্কা। নতুন নির্বাচকমণ্ডলী দায়িত্ব নিলে এমন পারফর্ম্যান্সের ভিত্তিতে রাহানে জাতীয় দলে ফিরে আসতে পারেন কিনা, সেটাই হবে দেখার।
হায়দারাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৫১ রান তুলে ব্যাট ছেড়ে দেয় মুম্বই। রাহানে দলের হয়ে সব থেকে বেশি ২০৪ রান করেন। ২৬১ বলের ইনিংসে তিনি ২৬টি চার ও ৩টি ছক্কা মারেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটি অজিঙ্কার চতুর্থ দ্বিশতরান। শেষ ৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমে এই নিয়ে দ্বিতীয় দ্বিশতরান করলেন রাহানে। গত দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে ২০৭ রান করে অপরাজিত ছিলেন তিনি।
এছাড়া ২০০৮ সালে ওড়িশার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ২০১ রান করেছিলেন রাহানে। পরে ২০০৯ সালে হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে কেরিয়ারের সর্বোচ্চ ২৬৫ রান করে অপরাজিত থাকেন অজিঙ্কা।
এই ম্যাচে রাহানের দ্বিশতরান ছাড়া সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল (১৬২) ও সরফরাজ খান (অপরাজিত ১২৬)। নিশ্চিত শতরান হাতছাড়া করেন সূর্যকুমার যাদব (৯০)। এছাড়া পৃথ্বী শ ১৯ রানের যোগদান রাখেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।