ভারতীয় ক্রিকেট দল এবং চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তাঁর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দেখান পথেই এগিয়ে চলেছেন। বাইশ গজ থেকে একেবারে বাইস্কোপের দিকে এগিয়ে চলেছেন তিনি। রবীন্দ্র জাদেজা তাঁর আসন্ন ছবি ‘পঁচাত্তর কা ছোরা’ দিয়ে চলচ্চিত্র নির্মাণের জগতে পা রাখতে চলেছেন। তিনি এবার নতুন জগতে প্রবেশ করতে প্রস্তুত। রবীন্দ্র জাদেজার পাশাপাশি ছবির অন্যান্য প্রযোজকদের তালিকায় জাড্ডুর স্ত্রী রিভাবা জাদেজাও রয়েছেন।
খেলার মাঠে নিজের স্পিন দিয়ে অন্য দলকে প্যাভিলিয়ন পাঠানো টিম ইন্ডিয়ার বোলার রবীন্দ্র জাদেজা এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন। কিন্তু এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনে জাগছে। সর্বোপরি, আমরা কোন নতুন ইনিংসের কথা বলছি। আসলে রবীন্দ্র জাদেজা এখন ক্রিকেটের মাঠে নয়, চলচ্চিত্রের মাঠেই নিজের ভাগ্যকে দেখে নিতে চলেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন রবীন্দ্র জাদেজা। জাদেজা প্রযোজনা করতে চলেছেন ‘পঁচাত্তর কা ছোরা’ ছবিটি। ছবিটির পোস্টারও শেয়ার করেছেন এই ক্রিকেটার। পোস্টারে দেখা যায় রাজসমন্দের লোকসভা সাংসদ দিব্যা কুমারী, অভিনেতা রণদীপ হুডা, নীনা গুপ্তাকে রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা বিজেপি বিধায়ক রিভাবার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন… ইন্দোরে পিচ নিয়ে শুরু দোষারোপের পালা, BCCI-এর দিকেই আঙুল স্থানীয় প্রশাসনের
জানা গেছে, রাজস্থানে ছবিটির শুটিং হবে। রণদীপ হুডা, নীনা গুপ্তা, গুলশান গ্রোভার, সঞ্জয় মিশ্রের মতো কিংবদন্তি তারকাদের এই ‘পঁচাত্তর কা ছোরা’ ছবিতে দেখা যাবে। ছবিটির সহ-প্রযোজক হিসেবে থাকবেন জাদেজা ও তার স্ত্রী রিভাবা। এই ছবির পরিচালক জয়ন্ত গিলাটার। এছাড়াও এই ছবিটির প্রযোজক হলেন কুমার মঙ্গত পাঠক। ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করেছেন জাড্ডু। সিনেমার নাম ‘পঁচাত্তর কা ছোরা’। ছবির পরিচালক জয়ন্ত জিলাটার। ‘পঁচাত্তর কা ছোরা’ মূলত রোম্যান্টিক-কমেডি। ছবিতে অভিনয় করবেন রণদীপ হুডা, নীনা গুপ্তা, সঞ্জয় মিশ্র এবং গুলশন গ্রোভারদের মতো হিন্দি সিনেমার পরিচিত মুখগুলি। হালকা মুডের ছবিটির শুটিং শুরু হবে খুব শীঘ্র। জাডেজা ছাড়াও তাঁর বিধায়ক স্ত্রী রিভাবাও যুক্ত রয়েছেন ছবি তৈরিতে। অফবিট ও হালকা মুডে ছবি দর্শকদের উপহার দেওয়ার কথা দিয়েছেন জাডেজা। অনুরাগীদের দেওয়া কথা রাখতে প্রথম ধাপে পা রাখলেন।
এ ছাড়া অভিনেতা রণদীপ হুডাও ছবিটি নিয়ে টুইট করেছেন। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা সম্পর্কে বলতে গেলে, তিনি এই দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করছেন। এখন পর্যন্ত খেলা তিন টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯ মার্চ সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন… নতুন ভূমিকায় ধোনি! মাছ চাষে মন দিয়েছেন মাহি