শুভব্রত মুখার্জি: পিরিয়ডের সময় খেলায় মনোনিবেশ করা বেশ কঠিন কাজ হয়ে ওঠে মহিলা খেলোয়াড়দের কাছে। এ নিয়ে গভীর চিন্তা-ভাবনা করা প্রয়োজন বলেই মনে করেন ঝুলন গোস্বামী। তাঁর মনে নিয়ে নিয়ে যথেষ্ট গবেষণার প্রয়োজন আছে। গবেষণার মধ্যে দিয়েই এক্ষেত্রে আগামী দিনে সমাধান আসতে পারে।
আরও পড়ুন: ছুঁড়ে বল করার অভিযোগ ওঠা পেসারকে আফ্রিদির বদলে Asia Cup-এ দলে নিল পাকিস্তান
ইউটিউবে 'ওয়েডনেসডেস উইথ ডব্লুভি' নামক এক অনুষ্ঠানে ডব্লুভি রমনকে ঝুলন গোস্বামী জানিয়েছেন 'আমি যখন ছোট ছিলাম এই বিষয়টি (পিরিয়ড) নিয়ে আলোচনাই করতে পারতাম না। সবটা নিজের মধ্যে রাখতাম। কোচদের কিছু বলতাম না। নিজে নিজেই লড়াই করার চেষ্টা করতাম। মানুষজনের বিষয়টি নিয়ে আরও বেশি গবেষণা করা প্রয়োজন। এখন বিজ্ঞানের অনেক কিছু রয়েছে। এটা দেখা উচিত যে প্রতিযোগিতা চলাকালীন আমরা ওই মেন্সট্রুয়াল সাইকেলের সঙ্গে আডজাস্ট করতে পারি কিনা।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।