প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া করেছেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট। স্রেফ ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ফাইনাল ম্যাচে নামার দিন সকালে ওজন পরীক্ষায় ব্যর্থ হন ভিনেশ, এরপরই তাঁকে অলিম্পিক্স থেকে ডিসকোয়ালিফাই অর্থাৎ বাতিল করে দেওয়া হয়, ফলে তিনি ফাইনালে তো নামতে পারেননি। একই সঙ্গে ফাইনালে ওঠায় যে রৌপ্য পদক অন্তত তাঁর প্রাপ্য ছিল সেটাও পাননি।
এরপর ভিনেশ ফোগটের তরফ থেকে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করা হয় যৌথ রৌপ্যপদকের। কিন্তু সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়, ফলে ধাক্কা খায় ভিনেশের পদক জয়ের স্বপ্ন। সময়টা যে তাঁর ভালো যাচ্ছে না, সেটা বোঝা গেছিল প্যারিসেই। কিন্তু এরই মধ্যে পারিবারিক অশান্তিতে জড়িয়ে পড়লেন ভিনেশ, তাঁকে একহাত নিলেন তাঁরই বোন গিতা ফোগট।
আরও পড়ুন-এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ড্র! ইরান, কাতারের ক্লাবের সঙ্গে কঠিন গ্রুপে মোহনবাগান…
অলিম্পিক্সে ব্যর্থতার পর হতাশ ভিনেশ প্যারিস ছাড়ার আগে এক আবেগপ্রবণ বার্তা দিয়েছিলেন নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে। সেখানে নিজের বাবা, মা, কোচ, স্বামী সোমবির রাঠিকে ধন্যবাদ জানিয়েছিলেন ভিনেশ। আরও কয়েকজন কোচিং স্টাফদের ধন্যবাদ জানালেনও যার হাত ধরে কুস্তিতে হাতে-খড়ি সেই কাকা মহাবীর ফোগটের কথা একবারের জন্যেও উল্লেখ করেননি ভিনেশ, আর তাতেই চটেছেন মহাবীর ফোগটের মেয়ে গিতা ভোগট। উল্লেখ্য গিতার বোন ববিতা ফোগটও কুস্তিগির। এরপর সরাসরি ভিনেশকে একহাত নিলেন গিতা ফোগট।
আরও পড়ুন-শুধু ক্রিকেটাররাই নন, নতুন এনসিএর দরজা খোলা নীরজদের জন্যেও! বড় বার্তা জয় শাহের…
মহাবীর ফোগটের কথা উল্লেখ না করায় নাম না করেই গিতা ফোগট ট্যুটারে একটি পোস্ট করেন, যা দেখে কারোর বুঝতে বাকি হয়নি তিনি ভিনেশের উদ্দেশ্যেই কথাটি বলেছেন। সেই পোস্টে গিতা ফোগট লেখেন, ‘কর্মের ফল একদমই সোজা, ছলের ফল ছল হয়। হয় আজ নাহলে কাল হয়(অর্থাৎ ছলনা করলে তাঁর ফল আজ নয় কাল পেতেই হবে) ’।
আরও পড়ুন-রোজ ভোর ৪টেয় উঠে ৫ কিমি দৌড়! বাংলাদেশ সিরিজ নিয়ে আশা না রাখলেও নিজে তৈরি থাকছেন সরফরাজ…
এরপর গিতার স্বামী পবন কুমারও সোশাল মিডিয়ায় লেখেন, ‘ভিনেশ তুমি লেখাটা খুব সুন্দর লিখেছ, কিন্তু তুমি বোধহয় নিজের কাকা মহাবীর ফোগটের নামটা উল্লেখ করতে ভুলে গেছ, যিনি তোমার হাত ধরে কুস্তিতে নিয়ে এসেছিলেন ’।
বোনেদের মধ্যে এমন কোন্দল থাকলেও ভিনেশের পদক হাতছাড়া হওয়ার পর মহাবীর ফোগট কিন্তু বলেছিলেন, ২০২৮ অলিম্পিক্সের জন্য ভিনেশকে প্রস্তুত করা হবে। পাশাপাশি ভিনেশ ফিরলে তাঁকে সোনাজয়ীর সম্মানই দেওয়া হবে বলে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন তাঁর কাকা মহাবীর ফোগট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।