আইপিএল ২০২২-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা কার্তিকেয় সিং সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন, যা দেখে ক্রিকেটপ্রেমীরা একেবারে আবেগে ভাসছেন। আসলে প্রায় ৯ বছর ৩ মাস পর মায়ের সঙ্গে দেখা হল কার্তিকেয়-র। তিনি তাঁর মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে, এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: ইউপি, দিল্লির থেকে প্রত্যাখ্যান, টায়ার কারখানায় কাজ, কার্তিকেয়র লড়াই সহজ ছিল না
কার্তিকেয় ছবি দিয়ে তাঁর ক্যাপশনে লিখেছেন, ‘৯ বছর ৩ মাস পর আমার পরিবার এবং মায়ের সঙ্গে দেখা হল। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’
প্রসঙ্গত কার্তিকেয় সিং, যিনি মধ্যপ্রদেশের হয়ে খেলেছেন, ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে বহু বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন। তিনি নিজেই জানিয়েছিলেন, ক্রিকেটের জন্য পরিবারের সদস্যদের থেকে দূরে রয়েছেন তিনি। কার্তিকেয় ৯ বছর তাঁর বাড়িতে যাননি।
আরও পড়ুন: উইন্ডিজকে পিটিয়ে ICC T20 Rankings-এ আকাশ ছুঁলেন স্কাই, কোহলি তলানিতে
কার্তিকেয় যখন বাড়ি ছেড়েছিলেন, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তিনি ক্রিকেটে কিছু না করা পর্যন্ত বাড়ি ফিরবেন না। অবশেষে আইপিএল২০২২-এ, কুমার কার্তিকেয় সিং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এবং তাঁর স্পিন বোলিং দিয়ে পুরো বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।