বাংলা নিউজ > ময়দান > MIE vs DC ILT20 Eliminator: এমিরেটের ফ্লেচার-পুরানের ঝড়ে উড়ে গেল পাঠান-উথাপ্পাদের দুবাই
পরবর্তী খবর
MIE vs DC ILT20 Eliminator: এমিরেটের ফ্লেচার-পুরানের ঝড়ে উড়ে গেল পাঠান-উথাপ্পাদের দুবাই
1 মিনিটে পড়ুন Updated: 10 Feb 2023, 12:08 AM ISTSanjib Halder
ILT20 -র এলিমিনেটর ম্যাচে, দুবাই ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করল এমআই এমিরেটস। এই ম্যাচে জয়ের জন্য দুবাই ক্যাপিটালস MI এর সামনে ১৫২ রানের টার্গেট দিয়েছিল।
ILT20 -র এলিমিনেটর ম্যাচে, দুবাই ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করল এমআই এমিরেটস। এই ম্যাচে জয়ের জন্য দুবাই ক্যাপিটালস MI এর সামনে ১৫২ রানের টার্গেট দিয়েছিল। যেই লক্ষ্য এমআই এমিরেটস সহজেই ২ উইকেট হারিয়ে অর্জন করে। এখন কোয়ালিফায়ার 2-এ গালফ জায়ান্টসের মুখোমুখি হবে এমআই এমিরেটস। সেই ম্যাচের বিজয়ী ILT20 -র ফাইনালে ডেজার্ট ভাইপারসদের মুখোমুখি হবে।
এদিনের ম্যাচে ক্যারিবিয়ান জুটি, নিকোলাস পুরান এবং আন্দ্রে ফ্লেচার, যারা MI-এর হয়ে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁরা ক্যাপিটালস বোলারদের এমন ধাক্কা দিয়েছিলেন যে তারা সহজে ভুলতে পারবে না। পুরান শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৬ রানের জ্বলন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে ফ্লেচারও রান করেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৫ বলে ৬৮ রান করেন। এদিনের ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছিলেন ফ্লেচার। নিকোলাস পুরান নিজের ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।