বড় বিতর্কে শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শানাকা। একই দিনে দুটি আলাদা দেশের দুটি আলাদা দলের হয়ে খেলতে নামেন দাসুন শানাকা। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটমহলে। কলোম্বোতে ফেব্রুয়ারির ২ তারিখ এক দলের হয়ে ম্যাচ খেলার পর সেদিনই আরবে এসে দুবাই ক্যাপিটালসে এসে ম্যাচ খেলেন দাসুন শানাকা।