
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুক্রবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হলেন প্যারিসে অলিম্পিক্সের পদকজয়ী মনু ভাকের ও বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ। এ ছাড়াও ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকেও খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। এ দিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই বিশেষ সম্মান গ্রহণ করেন তাঁরা।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ক্রীড়ামন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেখানেই বলা হয় কোন অ্যাথলিটরা এই সম্মান পেতে চলেছেন। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের সরকারের তরফ থেকে অ্যাথলিটদের এই পুরস্কারে সম্মানিত করা হয়। শুক্রবার, রাষ্ট্রপতি ভবনে ২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে খেল রত্ন এবং অর্জুন পুরস্কার ছাড়াও দ্রোণাচার্য পুরস্কারে অ্যাথলিটদের সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন… নরকিয়ার পরে আর এক প্রোটিয়া পেসারের চোট! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপে দক্ষিণ আফ্রিকা
অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় পুরুষ হকি দলের খেলোয়াড় জারমানপ্রীত সিং, সঞ্জয়, অভিষেক, সুখজিৎ সিং এবং মহিলাদের হকি দলের অধিনায়ক সলিমা টেটে, ভারতীয় দাবাড়ু ভান্তিকা আগরওয়াল ও অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি। প্যারা অ্যাথলিট প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং, সচিন সরজেরাও খিলারি, ধর্মবীর, প্রণব সুরমা, হোকাটো সেমাকেও সম্মানিত করা হয়েছে অর্জুন পুরস্কারে। অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুসালে, সর্বজ্যোৎ সিং এবং প্যারা-অলিম্পিয়ান শুটার মোনা আগরওয়াল ও রুবিনা ফ্রান্সিসও অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও, প্রাক্তন ডেম্পো এফসি ও ইস্টবেঙ্গলের কোচ আর্মান্দো কোলাসোকে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
আরও পড়ুন… Australian Open 2025: মাচাককে হারিয়ে চতুর্থ রাউন্ডে জকোভিচ, জয় পেলেন আলকারাজ
ভারতের তরুণ শুটার মনু ভাকের গত প্যারিস অলিম্পিক্সে ভারতের সেরা পারফর্মার ছিলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তৃতীয় স্থান অধিকার করে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন তিনি। সর্বজ্যোৎ সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু। পাশাপাশি, চিনের ডিং লিরেনকে পরাজিত করে ১৮ বছর বয়সে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। তিনি বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় বিশ্ব দাবা চ্যাম্পিয়ন।
আরও পড়ুন… BCCI-এর নতুন শৃঙ্খলা নীতির কোন পাঁচটা পয়েন্ট সরাসরি রোহিত-বিরাট-বুমরাহর উপর প্রভাব ফেলবে
ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী দলের অংশ ছিলেন। প্যারিস অলিম্পিক্সে তাঁর নেতৃত্বে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জেতে। ভারত সরকারের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন বাংলার সাঁতারু। ইংলিশ চ্যানেল-সহ একাধিক চ্যানেল জয় করেছেন তিনি। সম্মান পেয়ে সায়নী বলছেন, ‘বিগত ১৯ বছরের পরিশ্রমের স্বীকৃতি পেলাম। আজ পর্যন্ত যে কটা চ্যানেল আমি জয় করেছি, সবকটাতেই দেশের প্রতিনিধিত্ব করেছি। এখানে ব্যক্তির থেকে দেশ অনেক বড়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports