বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs SRH, IPL 2023: পর্যাপ্ত রান করতে পারিনি- নিজে গোল্ডেন ডাক করে, ব্যাটারদের উপর খেপে লাল মার্করাম
পরবর্তী খবর
LSG vs SRH, IPL 2023: পর্যাপ্ত রান করতে পারিনি- নিজে গোল্ডেন ডাক করে, ব্যাটারদের উপর খেপে লাল মার্করাম
2 মিনিটে পড়ুন Updated: 08 Apr 2023, 08:10 AM ISTTania Roy
লখনউয়ের বিরুদ্ধে মার্করাম দায়িত্ব নেওয়ার পরেও বদলাল না হায়দরাবাদের ভাগ্য। ম্যাচ হেরে হায়দরাবাদ অধিনায়ক ব্যাটারদের উপর ক্ষোভ উগরে দেন। যদিও তিনি নিজেও গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরেছিলেন।
ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হন এডেন মার্করাম। ছবি: পিটিআই
অধিনায়ক বদলালেও ভাগ্য বদলাল না সানরাইজার্স হায়দরাবাদের। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও সেই হেরেই বসে থাকল তারা। হায়দরাবাদের ব্যাটাররাই মূলত নিরাশ করে। প্রথমে ব্যাট করে তাঁরা মাত্র ১২১ রান করে। আর লখনউ ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, খুব সহজেই ২৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায়।
প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এডেন মার্করাম। তাই তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন ভুবনেশ্বর কুমার। আর ভুবির নেতৃত্বে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদ বাজে ভাবে হেরেছিল। লখনউয়ের বিরুদ্ধে মার্করাম দায়িত্ব নেওয়ার পরেও বদলাল না তাদের ভাগ্য। ম্যাচ হেরে হায়দরাবাদ অধিনায়ক ব্যাটারদের উপর ক্ষোভ উগরে দেন। যদিও তিনি নিজেও গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরেছিলেন।
মার্করাম ম্যাচের পর বলেন, ‘পর্যাপ্ত রান করতে পারিনি আমরা। ১৫০-১৬০ রান করার লক্ষ্য ছিল। কিন্তু পরপর উইকেট হারিয়েছি। যে কারণে স্কোরবোর্ডে রানের গতি বাড়েনি। আমরা বুঝতে পেরেছিলাম যে, এটি খুব একটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল না। তবে আমরা লড়াই করতে পেরে খুশি। ওদের (লখনউ) বোলাররা পরিস্থিতি অনুযায়ী দুর্দান্ত বল করেছে।’
তিনি বোলারদের প্রশংসা করে বলেছেন, ‘আমাদের বোলাররা ভালো লড়াই করেছে। তবে ওদের লড়াই করার মতো রান আমরা করতে পারিনি। তবু আমাদের বোলাররা ভালো লড়াই করেছে। (পরের ঘরের মাঠে খেলায়) আবারও অন্য পরস্থিতিতে, যদিও আমাদের দল ইতিমধ্যেই সেখানে খেলেছে। পঞ্জাব কিংস খুব ভালো করছে। কিন্তু রবিবার ওদের ধাক্কা দেওয়ার সুযোগ রয়েছে।’
হায়দরাবাদ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে। সর্বোচ্চ ৩৪ (৪১ বলে) করেন রাহুল ত্রিপাঠি। এ ছাড়া ওপেন করতে নেমে অনমোলপ্রীত সিং ২৬ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন। আব্দুল সামাদ ১০ বলে ঝোড়ো ২১ করে অপরাজিত থাকেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান ওয়াশিংটন সুন্দর। তিনি ২৮ বলে ১৬ করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। অধিনায়ক মার্করাম প্রথম বলেই শূন্য করে সাজঘরে ফেরেন। ক্রুনাল পাণ্ডিয়া তাঁকে বোল্ড করেন। ক্রুনাল মোট ৩ উইকেট নেন। ২ উইকেট নেন অমিত মিশ্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।