Delhi Capitals vs Royal Challengers Bangalore IPL 2023: ব্যর্থ হয় মহীপাল লোমরোরের ঝোড়ো অর্ধশতরান, কোটলায় ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে আরসিবিকে হারায় ক্যাপিটালস।
ফিল সল্ট ও বিরাট কোহলি। ছবি- এপি/এএফপি।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বোলিং নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। তবে বরাবর কঠগড়ায় উঠেছে ক্যাপিটালসের ব্যাটিং। ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেল ছাড়া আর কেউ বড় রান করতে পারছেন না বলে আঙুল উঠছিল ব্যাটসম্যানদের দিকে। সেই অভিযোগ নস্যাৎ করে কোটলায় ধুমধাড়াক্কা ব্য়াটিং উপহার দেয় ক্যাপিটালস।
ঘরের মাঠে আরসিবির বড় রানের ইনিংস তাড়া করতে নেমে দাপুটে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। সেই সুবাদে আইপিএল ২০২৩-এর প্লে-অফের লড়াইয়ে ভেসে থাকেন ডেভিড ওয়ার্নাররা। তাঁরা হায়দরাবাদকে টপকে লিগ টেবিলের নয় নম্বরে উঠে আসেন।
কোটলায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি। ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। আরসিবির হয়ে জোড়া হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও মহীপাল লোমরোর।
কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫৫ রান করে আউট হন। মহীপাল ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিরাট ৪২ ও লোমরোর ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন।
এছাড়া নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ৯ বলে ১১ রান করে আউট হন দীনেশ কার্তিক। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত।
দিল্লির হয়ে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মিচেল মার্শ। ৩০ রানে ১টি উইকেট নেন মুকেশ কুমার। ৪৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন খলিল আহমেদ। উইকেট পাননি অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ঝড় তোলে দিল্লি ক্যাপিটালস। তারা পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে নেয়। শেষমেশ ১৬.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায় ক্যাপিটালস। ২০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।