আউটডোর ট্রেনিংয়ে ফিরেছেন বেশ কয়েকদিন আগে। উত্তরপ্রদেশে নিজের গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে শরীরচর্চা করতে দেখা গিয়েছে মহম্মদ শামিকে। খোলা মাঠে ফিটনেস ট্রেনিং করলেও এতদিন ব্যাট-বল থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে নেটে বল নিয়ে দৌড়তে দেখা গেল টিম ইন্ডিয়ার তারকা পেসারকে।
সোশ্যাল মিডিয়ায় শামি নিজেই জানালেন তাঁর নেট প্র্যাকটিসে ফেরার কথা। টুইটারে একটি ভিডিও পোস্ট করে শামি লেখেন, ‘নিজের ফার্মহাউসে কোয়ালিটি প্র্যাকটিস সেশন। সব ভাইরা একসঙ্গে।’
ভিডিওয় শামিকে পূর্ণ রান-আপে বেশ কিছু বল করতে দেখা যায়। একনজরে দেখে তারকা পেসার ছন্দে রয়েছেন বলে মনে হওয়াই স্বাভাবিক। এমনটা কখনই নয় যে, দীর্ঘদিন পর নেটে ফিরে এলোমেলো বোলিং করেছেন শামি। বরং গতি ও নিয়ন্ত্রণ, দুইই চোখে পড়েছে শামির বোলিংয়ে।
শামি শেষবার মাঠে নেমেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে। লকডাউনের পর ভারতে আবার কবে খেলা শুরু হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। আপাতত ক্রিকেটাররা নিজেদের মতো করে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন।
আউটডোর ট্রেনিংয়ে ফিরেছেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, শার্দুল ঠাকুররাও। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, অগস্টের আগে চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কোনও ক্যাম্প আয়োজন করা সম্ভব নয়। পরিস্থিতি অনুকূল হলে সম্ভবত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কোহলিদের জাতীয় শিবিরে ডাকা হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।