R Ashwin Breaks Erapalli Prasanna's Record: ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে রেকর্ড গড়েন কিংবদন্তি এরাপল্লি প্রসন্ন, ডমিনিকায় তা ভেঙে চুরমার করেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিহাস লেখা হয় নতুন করে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মোট ১২টি উইকেট নেন অশ্বিন। ছবি- এপি।
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে যে রকম পারফর্ম্যান্স উপহার দেন রবিচন্দ্রন অশ্বিন, বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় তাকেই বলে। বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে জাতীয় দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ার ঘটনা ভারতীয় ক্রিকেটে বিরল নয়। শুধুমাত্র বয়সের কারণ দেখিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভালো খেলা সত্ত্বেও জাতীয় দল থেকে ছেঁটে ফেলে ঋদ্ধিমান সাহার মতো অন্যতম সেরা উইকেটকিপারকে।
রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে অবশ্য বয়সের কারণে এখনই বাতিলের খাতায় পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে পারফর্ম করতে না পারলে যে টিকে থাকা মুশকিল হবে, সেটা বুঝে নিতে অসুবিধা হয়নি তারকা স্পিনারের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন বসিয়ে রাখা হয় অশ্বিনকে, সেটা এখনও ধাঁধা ক্রিকেটপ্রেমীদের কাছে। এই অবস্থায় অশ্বিন নিজের পারফর্ম্যান্স দিয়ে শুধু টিম ম্যানেজমেন্টকে যোগ্য জবাব দিচ্ছেন এমন নয়, বরং একের পর এক ব্যক্তিগত রেকর্ডও গড়ে চলেছেন।
ডমিনিকার প্রথম টেস্টে কার্যত একার হাতে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে নেন অশ্বিন। দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৭টি, সব মিলিয়ে টেস্টে মোট ১২টি উইকেট সংগ্রহ করেন রবিচন্দ্রন।
টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ৮ বার এক ম্যাচে ১০টি বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অশ্বিন। ভারতীয় বোলার হিসেবে টেস্টে সব থেকে বেশিবার দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়ে ফেলেন অশ্বিন। সেই সঙ্গে তিনি ভেঙে দেন কিংবদন্তি এরাপল্লি প্রসন্নর একটি দুর্দান্ত নজির।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি বয়সে একই টেস্টে ১০টি বা তারও বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন অশ্বিন। ডমিনিকায় এমন নজির গড়ার দিনে অশ্বিনের বয়স ৩৬ বছর ৩০০ দিন। এতদিন এই রেকর্ড ছিল প্রসন্নর নামে। তিনি ৩৫ বছর ২৪৭ দিন বয়সে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এমন নজির গড়েন প্রসন্ন। সুতরাং, ডমিনিকায় প্রসন্নর ৪৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন অশ্বিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।