
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
তৃতীয় ওডিআই-এ শুরুটা ঝড়টা তুলেছিলেন ইশান কিষান। তাঁকে ধুঁয়ো দিয়ে গেলেন শুভমন গিল। আর দুই ওপেনারের ঝোড়ো পার্টনারশিপের হাত ধরেই ভিত একেবারে মজবুত হল ভারতের। আর সেই ভিতের উপর দাঁড়িয়েই রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া।
এদিন ভারত যে ভাবে শুরু থেকে খেলেছিল, তাতে বোঝাই যাচ্ছিল, দ্বিতীয় ম্যাচে হারের বদলা নেওয়ার জন্য তারা রীতিমতো তেতে। আর ঘটলও সেটা। মঙ্গলবার তৃতীয় ওডিআই-এ ব্যাটে, বলে- সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে কাঁদিয়ে ছেড়েছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তারা ২০০ রানের বিশাল ব্যবধানে বড় জয় ছিনিয়ে নিয়েছে।
তবে জয় পাওয়ার আগেই শুধু ব্য়াট করেই ভারত করে ফেলেছিল বড় নজির। এদিন ভারতের কোনও প্লেয়ার সেঞ্চুরি করতে পারেননি। অথচ তারা নির্দিষ্ট ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ফেলেছিল ৩৫১ রান। আর এই রানের হাত ধরেই শুভমন গিলরা গড়েছেন মস্ত এক রেকর্ড।
আরও পড়ুন: ৯ বছর ২৫২ দিন পর ফের ODI-তে সুযোগ পেলেন উনাদকাট, গড়লেন নয়া রেকর্ড
কোনও প্লেয়ার সেঞ্চুরি ছাড়া ভারতের এদিনের করা ৩৫১ রান সর্বোচ্চ। অর্থাৎ কোনও প্লেয়ার সেঞ্চুরি না করা সত্ত্বেও, এত বেশি রান এর আগে টিম ইন্ডিয়া করতে পারেনি। স্বভাবতই শুভমন গিলরা গড়ে ফেললেন নজির। এর আগে ২০০৫ সালে বিদর্ভে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও প্লেয়ারের সেঞ্চুরি ছাড়াই ভারত ৬ উইকেট হারিয়ে ৩৫০ রান করেছিল। সেটা ছিল এত দিন নজির। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওডিআই সেই নজির টপকে গেলেন শুভমন-ইশানরা।
এছাড়াও ২০০৪ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছিল। সেবারও টিম ইন্ডিয়ার কোনও প্লেয়ার সেঞ্চুরি হাঁকাননি। ২০০৪ সালেই বাংলাদেশের বিরুদ্ধে ভারত ঢাকায় কোনও প্লেয়ারের শতরান ছাড়াই ২৪৮ রানের পাহাড় গড়েছিল। এই পরিসংখ্যানগুলি মূলত ভারতের টিম গেমের উদাহরণ। যেমন এদিনও টিম ইন্ডিয়া টিম গেমই খেলেছেন।
আরও পড়ুন: আমারও কুসংস্কার রয়েছে- খেলতে নেমে তাই কী করেন রিঙ্কু? জানালেন KKR তারকা
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান শাই হোপ। আগের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। এদিনও সেই আশাই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। কিন্তু হয় বিপরীত। শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ। আরও একটি অর্ধশতরান ইশান কিষানের। ৩টি ছয়, ৮টি চারের সাহায্যে ৬৪ বলে ৭৭ রান করেন তিনি। মাত্র ২০ ওভারেই দেড়শোর কাছাকাছি পৌঁছে যায় ভারত। অন্য প্রান্তে অনবদ্য শুভমন গিল। আগের দিন শুরুটা ভালো করেও বড় রান পাননি। এদিন সেই আক্ষেপ মেটালেন। আবার চেনা ছন্দে তরুণ ব্যাটার। কিন্তু একটুর জন্য একদিনের ক্রিকেটে নিজের পঞ্চম শতরান হাতছাড়া করেন। ৯২ বলে ৮৫ রানে আউট হন গিল। ইনিংসে ছিল ১১টি চার।
ওয়ান ডাউনে নেমে হতাশ করেন রুতুরাজ গায়কোয়াড়। মাত্র ৮ রানে আউট হন। তবে রান পেলেন সঞ্জু স্যামসন। ৪১ বলে ৫১ করে আউট হন। ইনিংসে ছিল ৪টি ছয়, ২টি চার। শেষদিকে হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব মিলে দলকে সাড়ে তিনশোয় পৌঁছে দেয়। ৩০ বলে ৩৫ করে আউট হন সূর্য। অর্ধশতরান করেন হার্দিক। ৫২ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। ইনিংসে রয়েছে ৫টি ছয়, ৪টি চার।
জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মুকেশ কুমার, শার্দুল ঠাকুরদের দাপটে ৪০-এর ঘরেও কেউ পৌঁছতে পারেননি। দশে নেমে সর্বোচ্চ ৩৯ রান (৩৪ বলে) করেন গুতাকেশ মোতি। আলিক আথানাজে তিনে নেমে ৫০ বলে ৩২ রান করেছিলেন। ৩৯ বলে ২৬ রান করেন আলজারি জোসেফ। ইয়ানিক কারিয়া ৩৩ বলে ১৯ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। ভারতের হয়ে শার্দুল ৪ উইকেট নিয়েছেন। মুকেশ নিয়েছেন ৩ উইকেট। কুলদীপ যাদব নিয়েছেন ২ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports