বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 3rd Test: ইতিহাস গড়া হল না ভারতের, ইন্দোর টেস্টে দাপুটে জয় অজিদের

IND vs AUS 3rd Test: ইতিহাস গড়া হল না ভারতের, ইন্দোর টেস্টে দাপুটে জয় অজিদের

 শেষ ইনিংসে দাপুটে ব্যাটিং ট্রেভিস হেডদের। ছবি- এএফপি।

India vs Australia 3rd Test Day 3 Live Score: তৃতীয় দিনের প্রথম ওভারেই উসমান খোয়াজার উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও বাকি সময়ে ব্যাট হাতে দাপট দেখান ট্রেভিস হেড ও মার্নাস ল্যাবুশান। শেষমেশ ইন্দোর টেস্ট হেরে মাঠ ছাড়েন রোহিত শর্মারা।

ইন্দোর টেস্টে জিততে পারলে এক ঢিলে তিন পাখি মারতে পারত ভারত। প্রথমত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ জয় নিশ্চিত করতেন রোহিতরা। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও পকেটে পুরতেন তাঁরা। আরও উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হতো টিম ইন্ডিয়া। তবে তৃতীয় টেস্ট জিততে হলে কার্যত অসাধ্য সাধন করতে হতো ভারতকে। কেননা তাদের হাতে পুঁজি ছিল নিতান্ত কম। এত কম রানে অস্ট্রেলিয়ার শেষ ইনিংস বেঁধে রাখা সম্ভব হয়নি ভারতের পক্ষে। শেষমেশ ইন্দোর টেস্ট হেরে মাঠ ছাড়তে হয় রোহিতদের।

03 Mar 2023, 11:32:26 AM IST

ম্যাচের সেরা লিয়ন

প্রথম ইনিংসে ৩৫ রানে ৩টি উইকেট নেন নাথান লিয়ন। তিনি দ্বিতীয় ইনিংসে ৬৪ রানের বিনিময়ে ৮টি উইকেট পকেটে পোরেন। দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নাথান লিয়ন।

03 Mar 2023, 10:51:33 AM IST

৯ উইকেটে জয় অস্ট্রেলিয়ার

সব থেকে কম রান হাতে নিয়ে টেস্ট জয়ের স্বপ্নপূরণ হল না ভারতের। ইন্দোর টেস্টে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৭৬ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ১৮.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ট্রেভিস হেড ৪৯ রানে অপরাজিত থাকেন। ৫৩ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। মার্নাস ল্যাবুশান ৫৮ বলে ২৮ রান করে নট-আউট থাকেন। তিনি ৬টি চার মারেন। ভারতের হয়ে ৪৪ রানে ১টি উইকেট নেন অশ্বিন। এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়া ৪ ম্যাচের টেস্ট সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করে। আগামী ৯ মার্চ থেকে আমদাবাদে খেলা হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট।ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:-
ভারত প্রথম ইনিংস- ১০৯
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৯৭
ভারত দ্বিতীয় ইনিংস- ১৬৩
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস- ৭৮/১

03 Mar 2023, 10:46:43 AM IST

জিততে ৭ রান দরকার অস্ট্রেলিয়ার

১৮তম ওভারে উমেশের শেষ বলে চার মারেন ল্যাবুশান। অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬৯ রান। জয়ের জন্য তাদের দরকার ৭ রান। ট্রেভিস হেড ৪৪ ও ল্যাবুশান ২৪ রানে ব্যাট করছেন।

03 Mar 2023, 10:38:47 AM IST

জিততে ১৫ রান দরকার অস্ট্রেলিয়ার

১৫.৩ ওভারে উমেশ যাদবের বলে চার মারেন ট্রেভিস হেড। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬১ রান। জিততে মাত্র ১৫ রান দরকার অজিদের। হেড ৪১ ও ল্যাবুশান ১৯ রানে ব্যাট করছেন।

03 Mar 2023, 10:30:33 AM IST

৫০ টপকাল অস্ট্রেলিয়া

১৪তম ওভারে জাদেজার দ্বিতীয় বলে ১টি চার মারেন ট্রেভিস হেড। ১৫তম ওভারে অশ্বিনের প্রথম বলে ফের চার মারেন তিনি। ১৪.৪ ওভারে রিভার্স সুইপে চার মারেন ল্যাবুশান। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫৬ রান। ৪১ বলে ৩৬ রান করেছেন ট্রেভিস হেড। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। মার্নাস ল্যাবুশান ৪৭ বলে ১৯ রান করেছেন। তিনি ৪টি চার মারেন। জিততে মাত্র ২০ রান দরকার অস্ট্রেলিয়ার।

03 Mar 2023, 10:24:28 AM IST

আগ্রাসী ব্যাটিং অস্ট্রেলিয়ার

১৩তম ওভারে অশ্বিনের বলে ১টি চার মারেন ল্যাবুশান। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪০ রান। জিততে মাত্র ৩৬ রান দরকার তাদের। হেড ২৪ ও ল্যাবুশান ১৫ রানে ব্যাট করছেন।

03 Mar 2023, 10:21:06 AM IST

ব্যাট চালাচ্ছেন হেড

১২তম ওভারে জাদেজার প্রথম বলে চার মারেন ট্রেভিস হেড। পঞ্চম বলে একটি চার মারেন ল্যাবুশান। ওভারে মোট ৯ রান ওঠে। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৩৫ রান। জিততে তাদের দরকার ৪১ রান। হেড ২৩ ও ল্যাবুশান ১১ রানে ব্যাট করছেন।

03 Mar 2023, 10:17:09 AM IST

অশ্বিনের ওভারে ১৩ রান

১১তম ওভারে বল বদলানোর পরে অশ্বিনকে একটি চার ও ১টি ছক্কা মারেন ট্রেভিড হেড। ওভারে মোট ১৩ রান ওঠে। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২৬ রান। জিততে তাদের দরকার ৫০। হেড ১৮ ও ল্যাবুশান ৭ রানে ব্যাট করছেন।

03 Mar 2023, 10:08:05 AM IST

খটাখটি লাগল ল্যাবুশান-অশ্বিনের

নবম ওভারের চতুর্থ বল করার পরেই অশ্বিন ছোট রান-আপে ফের বল করতে উদ্যত হন। ল্যাবুশান ব্যাটিংয়ের জন্য তৈরি হননি। অশ্বিনকে অপেক্ষা করতে হয়। অম্পায়ার ও রোহিত গিয়ে ল্যাবুশানের সঙ্গে কথা বলেন। পরে ফের পূর্ণ রান-আপে বল করেন অশ্বিন। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৩ রান। মার্নাস ৭ ও হেড ৫ রানে ব্যাট করছেন। জিততে অস্ট্রেলিয়ার দরকার ৬৩ রান।

03 Mar 2023, 10:00:00 AM IST

রিভিউ খোয়াল ভারত

৬.৫ ওভারে অশ্বিনের বলে লেগ স্লিপে ক্যাচের আবেদন জানান কোহলি। বল ধরেই তিনি রোহিতকে রিভিউ নেওয়ার অনুরোধ জানান। তবে টেলিভিশন রিপ্লে-তে স্পষ্ট হয়ে যায় যে, বল ল্যাবুশানের ব্যাটে লাগেনি। রিভিউ খোয়ায় ভারত। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০ রান। জিততে ৬৬ রান দরকার অজিদের। ল্যাবুশান ৬ ও হেড ৩ রানে ব্যাট করছেন।

03 Mar 2023, 09:51:33 AM IST

প্রথম রান খরচ করলেন অশ্বিন

নিজের প্রথম ২টি ওভার মেডেন নেন অশ্বিন। তৃতীয় ওভারে এসে ১ রান খরচ করেন তিনি। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৮ রান। ল্যাবুশান ৫ ও হেড ৩ রানে ব্যাট করছেন।

03 Mar 2023, 09:42:31 AM IST

খাতা খুলল অস্ট্রেলিয়া

দ্বিতীয় ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন হেড। তৃতীয় বলে চার মারেন ল্যাবুশান। দ্বিতীয় ওভারে ৫ রান ওঠে। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫ রান। জিততে অজিদের দরকার আরও ৭১ রান।

03 Mar 2023, 09:33:34 AM IST

দ্বিতীয় বলেই খোয়াজাকে ফেরালেন অশ্বিন

ট্রেভিস হেডকে নিয়ে ওপেন করতে নামেন উসমান খোয়াজা। বোলিং শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই স্পিন ও বাউন্সে বিট হন খোয়াজা। দ্বিতীয় বলে তিনি কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন। ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন খোয়াজা। অস্ট্রেলিয়া খাতা খোলার আগেই একটি উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন মার্নাল ল্যাবুশান।

03 Mar 2023, 09:17:59 AM IST

অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন মঞ্জরেকর

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেন সঞ্জয় মঞ্জরেকর। যদিও তৃতীয় দিনের খেলা শুরুর আগে তিনি ভারতের জয়ের সম্ভাবনাও রয়েছে বলে দাবি করেন।

03 Mar 2023, 08:56:58 AM IST

অস্ট্রেলিয়া সব থেকে কম কত রানে অল-আউট হয়েছে?

অস্ট্রেলিয়ার সব থেকে ছোট টেস্ট ইনিংস হল ৩৬ রানের, যা তারা ১২১ বছর আগে এজবাস্টনে খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া টেস্টে ৭৫ বা তারও কম রানে অল-আউট হয়েছে মোট ১৫ বার। সুতরাং, ইন্দোরে অজিদের ৭৫-এর কমে বেঁধে রাখা অসম্ভব নয় ভারতের পক্ষে।

03 Mar 2023, 08:36:24 AM IST

সব থেকে ছোট টার্গেট দিয়ে ভারত কবে ম্যাচ জিতেছে?

সব থেকে কম ১০৭ রানের টার্গেট দিয়ে টেস্ট জয়ের নজির রয়েছে ভারতের। ২০০৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে শেষ ইনিংসে ৯৩ রানে অল-আউট করে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ইন্দোরে জিততে হলে নিজেদের সেই রেকর্ড ভাঙতে হবে ভারতকে।

03 Mar 2023, 08:07:45 AM IST

জিততে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে

ইন্দোর টেস্টে জিততে হলে সর্বকালীন রেকর্ড গড়তে হবে ভারতকে। টেস্টের ইতিহাসে সব থেকে কম রান হাতে নিয়ে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। তারা ১৮৮২ সালে ওভাল টেস্টে ৮৫ রানের পুঁজি নিয়ে জয় তুলে নেয়। ইংল্যান্ডকে ৭৭ রানে অল-আউট করে তারা। সুতরাং, ভারতকে এই ম্যাচ জিততে হলে ১৪১ বছর আগে গড়া অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভাঙতে হবে।

03 Mar 2023, 07:52:01 AM IST

হাল ছাড়ছে না টিম ইন্ডিয়া

হাতে পুঁজি নিতান্ত কম রানের। তা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে চেতেশ্বর পূজারা স্পষ্ট জানিয়েছেন যে, এত কম রান নিয়ে লড়া কঠিন। তবে তাঁদের জয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না।

03 Mar 2023, 07:37:19 AM IST

অজিদের ভয় থাকবে উমেশকে নিয়েও

ঘূর্ণি পিচেও উমেশ যাদব যেভাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তিনজন ব্যাটসম্যানকে আউট করেন, তাতে বোঝা যায় যে, প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দিতে প্রস্তুত তিনি। তাই শুধু ভারতীয় স্পিনারদের নিয়েই নয়, বরং উমেশকে নিয়েও সতর্ক থাকবেন অজি ব্যাটসম্যানরা।

03 Mar 2023, 07:20:20 AM IST

ভারতের ভরসা অশ্বিন-জাদেজা

চলতি টেস্ট সিরিজে অশ্বিন-জাদেজার স্পিন জুটির সামনে বারবার মুখ থুবড়ে পড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তাছাড়া ইন্দোর টেস্টের প্রথম ইনিংসেও ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। চাপের মুখে অজিদের ধসে পড়ার প্রবণতাই ভরসা জোগাচ্ছে ভরতীয় সমর্থকদের।

03 Mar 2023, 07:04:48 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯৭ রানে। জাদেজা ৪টি এবং অশ্বিন ও উমেশ যাদব ৩টি করে উইকেট দখল করেন। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে অস্ট্রেলিয়া এগিয়ে থাকে ৮৮ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ১৬৩ রানে অল-আউট হয়ে যায়। চেতেশ্বর পূজারা দলের হয়ে সব থেকে বেশি ৫৯ রান করেন। এছাড়া শ্রেয়স আইয়ার করেন ২৬ রান। নাথান লিয়ন দ্বিতীয় ইনিংসে একাই ৮টি উইকেট দখল করেন। সুতরাং খামতি মিটিয়ে জয়ের জন্য শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ৭৬ রানের ছোটখাটো লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় ভারত।

03 Mar 2023, 07:04:48 AM IST

প্রথম দিনের স্কোর

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে ভারতীয় দল প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১০৯ রানে। বিরাট কোহলি (২২) ও শুভমন গিল (২১) ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান কুড়ি রানের গণ্ডি টপকাতে পারেননি। অস্ট্রেলিয়ার ম্যাথিউ কুনম্যান প্রথমবার টেস্ট ইনিংসে ৫ উইকেট দখল করেন। নাথান লিয়ন নেন ৩টি উইকেট। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন উসমান খোয়াজা (৬০)। প্রথম দিনেই অস্ট্রেলিয়া লিড নেয় ৪৭ রানের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দুর্নিবারের কণ্ঠে ভালোবাসার কাহিনীর গান আসছে পুজোয়! নয়া আঙ্গিকে ধরা পড়ছে কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারকে বারবার চিঠি, ক্ষুব্ধ BJP কাউন্সিলর, পুলিশ কমিশনার বললেন… ভারতের ‘অ্যাকশনে’ ভীত ট্রাম্প? কড়া নাড়লেন চিনের দুয়ারে, হুঁশিয়ারি দিলেন জিনপিং পুজোর মুখে তিস্তা সহ একাধিক নদীতে লাল সতর্কতা, জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল বিশ্বমঞ্চে পাককে ধুলোয় মেশালেন কাশ্মীরি মুসলিম! ইসলামের নামে নাটক বের করে দিলেন রেললাইনের ধার থেকে উদ্ধার অভিজ্ঞ আইনজীবীর রক্তাক্ত দেহ, চাঞ্চল্য শিলিগুড়িতে পুজোর অনুদান নিয়ে মমতার ঘোষণার বিরোধিতা, সেই টাকাই নিচ্ছে বিজেপি নেতাদের কমিটি! হাইকোর্টে ধাক্কা মমতার ভ্রাতৃবধূর, রানি বিড়লা গার্লস কলেজ কাজরীর মামলা খারিজ 'বিপজ্জনক বিষয়…', শাহরুখ খানের সঙ্গে কাজ করতে না চাওয়া নিয়ে মুখ খুললেন অনুরাগ মোদীর সফরের ৬ দিন পরেই মণিপুরে অসম রাইফেলসের গাড়িতে হামলা, শহিদ ২ জওয়ান

Latest sports News in Bangla

গুরুকে ২ মিটার ছাপিয়ে গেল শিষ্য? পদক না এলেও নতুন সচিনকে ঘিরে আশায় বুক বাঁধল দেশ মোদীর জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন লিও মেসি! ডিসেম্বরেই ভারতে আসছেন ফুটবলের GOAT পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে মাঠে বাজল ‘জলেবি বেবি’, চরম লজ্জায় সলমন আগার দল স্প্যানিশ তারকার জয়ে 'নাখুশ!' ইউএস ওপেনের ফাইনালে ভাইরাল ট্রাম্পের বেজার মুখে হকিতে এশিয়া সেরা ভারত! দক্ষিণ কোরিয়াকে ৪-১ এ উড়িয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের ইতিহাস গড়ল ভারত! ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জয় পুরুষ কম্পাউন্ড দলের হ্যাটট্রিক করণ রাইয়ের, শেষ ম্যাচে জয় ছিনিয়ে স্বস্তি সবুজ মেরুনের ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলা কোথায় কখন লাইভ দেখবেন? সাবস্ক্রিপশন জরুরি? ডার্বির দামামা! ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কবে? ডিভোর্সের ঘোষণার ৩ সপ্তাহের মধ্যে বড় খবর দিলেন সাইনা!লিখলেন, 'আমরা..'

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.