শুধু সিরিজের সেরা ক্যাচ বললে কম বলা হবে। বরং ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ বললে মোটেও ভুল বলা হবে না। বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে স্টিভ স্মিথ স্লিপে হার্দিক পান্ডিয়ার যে ক্যাচটি ধরেন, অবিশ্বাস্য বলা ছাড়া উপায় নেই।
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ভারত ম্যাচের প্রথম ওভার থেকে একের পর এক উইকেট হারাতে থাকে। ইনিংসের দশম ওভারে স্মিথ উৎকৃষ্ট স্লিপ ফিল্ডিংয়ের সর্বাত্মক নমুনা পেশ করেন।
৯.২ ওভারে অ্যাবটের লাফিয়ে ওঠা বল হার্দিক পান্ডিয়ার ব্যাটের কানা নিয়ে স্লিপ অঞ্চলে উড়ে যায়। স্টিভ স্মিথ নিজের ডানদিকে শরীর ছুঁড়ে শূন্যে ওড়া অবস্থায় এক হাতে ক্যাচ ধরে নেন।
স্মিথের ক্যাচ দেখে রীতিমতো হতবাক হয়ে যান ধারাভাষ্যকাররাও। সঞ্জয় মঞ্জরেকরের দাবি, কোনও ফিল্ডারের পক্ষে শরীর ছুঁড়ে এর থেকে বেশি দূরের বল ধরা সম্ভব নয়। গত টেস্ট সিরিজেও লেগ স্লিপে ফিল্ডিং করার সময় দুর্দান্ত একটি ক্যাচ ধরেন স্মিথ। তবে এই ক্যাচটি আগের সব নজিরকে ছাপিয়ে যাবে নিশ্চিত।
ম্যাচের শুরুতে মিচেল স্টার্কের বলে রোহিত শর্মার ক্যাচটিও ধরেন স্মিথ। তবে সেটি তুলনায় অনেক সহজ ক্যাচ ছিল। স্মিথ ছাড়া বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার হয়ে মার্নাস ল্যাবুশান ও ট্রেভিস হেড ১টি করে ক্যাচ ধরেন। ২টি ক্যাচ ধরেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।
ভারত সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায়। তারা সাকুল্যে ২৬ ওভার ব্যাট করে। বিরাট কোহলি দলের হয়ে সব থেকে বেশি ৩১ রান করেন। ৩৫ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। এছাড়া ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
কোহলি ও অক্ষর ছাড়া ভারতের হয়ে ব্যাট হাতে দু'অঙ্কের রানে পৌঁছেছেন কেবল রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। রোহিত ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করে আউট হন। জাদেজা ১টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৬ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি শুভমন গিল, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। মিচেল স্টার্ক ৫৩ রান খরচ করে একাই ৫টি উইকেট দখল করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।