ক'দিন আগেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ। এবার দক্ষিণ আফ্রিকাতেই বসছে বড়দের (মহিলা) টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব তথ্যে চোখ রাখা যাক।
কবে শুরু মেয়েদের টি-২০ বিশ্বকাপ:-
১০ ফেব্রুয়ারি, শুক্রবার দক্ষিণ আফ্রিকায় শুরু মেয়েদের টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
ভারতের বিশ্বকাপ অভিযান শুরু কবে:-
ভারতীয় দল ১২ ফেব্রুয়ারি, রবিবার বিশ্বকাপ অভিযান শুরু করছে। কেপ টাউনে ভারত নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।
কতগুলি দল এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে:-
এবছর মোট ১০টি দল মেয়েদের টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে। ১০টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ২টি গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-
গ্রুপ-১: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।
গ্রুপ-২: ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ।
টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপ ম্যাচগুলির সূচি:-
১) ১২ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান (কেপটাউন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।
২) ১৫ ফেব্রুয়ারি: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কেপটাউন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।
৩) ১৮ ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড (পোর্ট এলিজাবেথ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।
৪) ২০ ফেব্রুয়ারি: ভারত বনাম আয়ারল্যান্ড (পোর্ট এলিজাবেথ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।
বিশ্বকাপের নক-আউটের সূচি:-
২৩ ফেব্রুয়ারি: প্রথম সেমিফাইনাল (কেপ টাউন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।
২৪ ফেব্রুয়ারি: দ্বিতীয় সেমিফাইনাল (কেপ টাউন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।
২৬ ফেব্রুয়ারি: ফাইনাল (কেপ টাউন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।
আরও পড়ুন:- IND vs AUS: টেস্ট অভিষেকেই তড়িৎ গতির স্টাম্প-আউটে ধোনিকে মনে করালেন ভরত- ভিডিয়ো
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড:-
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেনুকা সিং ঠাকুর, অঞ্জলি সর্বানি, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও শিখা পান্ডে।
ভারতীয় স্কোয়াডের রিজার্ভ ক্রিকেটার:-
সাবভিনেনি মেঘনা, স্নেহ রানা ও মেঘনা সিং।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি।
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ:-
ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।