ঋষভ পন্ত থাকলে নাগপুর টেস্টের প্রথম একাদশে সুযোগ হতো না কেএস ভরতের। পন্ত না থাকায় বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে মাঠে নামেন তিনি। এমনটা নয় যে, অতীতে জাতীয় দলের হয়ে টেস্টে উইকেটকিপিং করেননি ভরত। পরিবর্ত কিপার হিসেবে টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে আগেও কিপিং করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এই প্রথমবার প্রথম একাদশের সদস্য হিসেবে জাতীয় দলের হয়ে মাঠে নামেন শ্রীকর।
নিজের অভিষেক টেস্টর প্রথম দিনে উইকেটের পিছনে বেশ কিছু ভুল-ভ্রান্তি করেন ভরত। বাই-রান ছাড়েন, সহজ ক্যাচ না হলেও হাফ-চান্স মিস করেন তিনি। স্পিনারদের লাফিয়ে ওঠা বল দস্তানাবন্দি করতে মাঝে মধ্যেই সমস্যায় পড়েন ভরত। তবে প্রাথমিক জড়তা কাটিয়ে ওঠার পরেই নিজের দক্ষতার প্রমাণ দিতে থাকেন শ্রীকর।
বিশেষ করে প্রথম ইনিংসের ৩৬তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে মার্নাস ল্যাবুশানকে যেভাবে তড়িৎ গতিতে স্টাম্প-আউট করেন ভরত, তা মনে করিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনির কথা। লাঞ্চের আগে পর্যন্ত ল্যাবুশানকে নিশ্ছিদ্র দেখায়। তবে লাঞ্চের বিরতির পরেই অজি তারকার মনোসংযোগে ব্যাঘাত ঘটে।
লাঞ্চের পরেই ফ্লাইটেড ডেলিভারিতে মার্নাসকে ক্রিজের বাইরে টেনে বের করেন জাদেজা। তবে বল বাঁক নিয়ে ল্যাবুশানের ব্যাটের নাগাল এড়িয়ে যায়। বল ধরা মাত্রই বিদ্যুৎ গতিতে স্টাম্প ভেঙে দেন ভরত। ল্যাবুশানকে সাজঘরে ফিরতে হয় ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দেরগোড়া থেকে।
দিনের দ্বিতীয় শেসনে মোট ৬টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। চায়ের বিরতিতে তাদের স্কোর ছিল ৮ উইকেটে ১৭৪ রান। শেষমেশ অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৭৭ রানে। দলের হয়ে সব থেকে বেশি ৪৯ রান করে ল্যাবুশান। এছাড়া স্টিভ স্মিথ ৩৭, অ্যালেক্স ক্যারি ৩৬ ও পিটার হ্যান্ডসকম্ব ৩১ রান করেন। রবীন্দ্র জাদেজা ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৩টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৭৭ রান তোলে। রোহিত শর্মা ৫৬ রানে অপরাজিত থাকেন। লোকেশ রাহুল ২০ রান করে আউট হন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।