IPL 2025-র ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। এই ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ, কারণ জিততে পারলেন ২ পয়েন্ট নিয়ে তাঁরা চলে যাবে ১৬ পয়েন্টে, যেখানে গেলেই আইপিএলের প্লে অফের টিকিটও কার্যত হাতের মুঠোয় চলে আসবে তাঁদের। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই দলে জায়গা পেলেন না কাজিসো রাবাদা।
প্রথম একাদশে নেই রাবাদা
কয়েকদিন আগেই জানা গেছিল দঃ আফ্রিকার পেসার কাজিসো রাবাদা মাদককাণ্ডে জড়িয়ে নির্বাসিত হয়েছেন। এরপর অবশ্য জানা যায় নির্বাসন তাঁকে নতুন করে কাটাতে হবে না। সেই মতো কাজিসো রাবাদা ফিরেছিলেন গুজরাট টাইটান্সের স্কোয়াডে, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখাই হল না। টস-র সময় কারণ জানালেন গুজরাটের অধিনায়ক।
ওয়াংখেড়েতে খেললেন না রাবাদা
টস-র সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গেই ছিলেন শুভমন গিস। টস জিতে গুজরাট অধিনায়ক প্রথমে ব্যাটিং নেওয়ার পর ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ তাঁর থেকে জানতে চান, তাঁর প্রথম একাদশ। তখই গিল জানান, দলে ওয়াসিংটন সুন্দরের পরিবর্তে আর্শাদ খান এসেছেন। এরপরই ইয়ান বিশপ জানতে চান কাজিসো রাবাদার সম্পর্কে।
দল নিয়ে আশাবাদী গিল
তখন শুভমন গিল বলেন, ‘কাজিসো রাবাদা দলে ফিরেছেন, কিন্তু এখনও ওর কয়েকটা প্র্যাকটিস সেশন দরকার। কয়েকটা ম্যাচের পরই ও নিজের ছন্দে ফিরবে। আমাদের দলে এমনিতেই ৬-৭টা বোলিংয়ের বিকল্প রয়েছে। আমাদের সৌভাগ্য যে কিশোরকে আমরা যখনই দরকার লাগে, তাঁকে আমরা ব্যবহার করতে পারি ’।
কাজিসো রাবাদা নিজের ভুল স্বীকার করে নিয়েছিল বলে জানিয়েছিল গুজরাট টাইটান্স শিবিরও। এরপর দঃ আফ্রিকান ইনস্টিটিউশন ফর ড্রাগ ফ্রি স্পোর্টস বিষয়টিতে তদন্ত করে এবং সাময়িক নির্বাসিত করে রাবাদাকে। এরপর অবশ্য তিনি নিজের নির্বাসন পর্ব কাটিয়ে আইপিএলে নিজের দলের সঙ্গেই যোগদান করেন। যদিও তখন জানা যায়নি ঠিক কতদিন রাবাদে নির্বাসিত করা হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবেন
রাবাদা নির্বাসনের পর বলেন, ‘এই সময়টা আমার জন্য ভালো নয়, আমি সেটাই করব যেটা আমি আগেও করেছি, সেটা হল কঠোর পরিশ্রম করব। আবেগ দিয়েই খেলা খেলব আর নিজের দক্ষতা দেখাতে থাকব ’। ৭০টি টেস্ট ম্যাচে দঃ আফ্রিকার এই পেসার নিয়েছেন ৩২৭টি উইকেট। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুনের ১১ তারিখ থেকে মাঠে নামবেন তিনি।