সাম্প্রতিক সময় বারবারই বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা টানা হয় আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসির। যারা ফুটবল বোঝেন তাঁরা অবশ্য জানেন, মেসি অন্য জিনিস। তবে ১৭ বছর বয়সে লামিনে ইয়ামাল যা করে দেখিয়েছেন, সেই কাজ যদি তিনি আগামী ১০ বছর ধরে ধারাবাহিকভাবে করে দেখাতে পারেন, তাহলে মেসিদের আসনে বসানো হতেই পারে তাঁকে।
বহু ফুটবলারই অতীতে তারকা হয়ে উঠেছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই তাঁদের পারফরমেন্সও থিতিয়ে পড়েছে, ধারাবাহিকতার অভাব ডুবিয়েছে তাঁদের। সাম্প্রতিক উদাহরণ হিসেবে বলা যেতেই পারে ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান এমবাপের নাম। এরা প্রত্যেকেই কম বয়সে দুর্ধর্ষ ফুটবল খেলেছেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁদের ক্ষিপ্রতা সেই অনুপাতে বাড়েনি।
এক বছরে পরপর সাফল্য লামিনের
এবার বার্সেলোনা ম্যানেজার হ্যানসি ফ্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফুটবলের কিংবদন্তির পর্যায়ে পৌঁছাতে গেলে লামিন ইয়ামালকে অনেক পরিশ্রম করতে হবে। ১৭ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গার এবছর ফুটবল বিশ্বে ঝড় তুলেছেন। এত অল্প বয়সেই তিনি ব্যালন ডি অর জয়েরও অন্যতম দাবিদার হয়ে উঠেছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে গোলের পাশাপাশি লা লিগাতেও বার্সাকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রেখেছেন তিনি। কোপা দেল রে জিতেছেন, ইউরো কাপও গতবার দেশকে জিতিয়েছেন।
ইয়ামালকে নিয়ে বার্সা কোচের বার্তা
আজ রাতে রিয়াল ভালাদোলিদের বিপক্ষে লা লিগার ম্যাচের নামছে বার্সা। সেই ম্যাচে নামার আগেই বার্সা কোচ ইয়ামালকে নিয়ে বলছেন, ‘ও জানে আমরা ওর থেকে কি চাই। যখন কোনও ফুটবলার এমন শ্রেষ্ঠ পর্যায় খেলতে সক্ষম হয়, তখন তাকে প্রতিনিয়ত নিজের সেরাটা দিতে হয়, স্রেফ একটা খেলায় ভালো খেললেই হয় না। ধারাবিহাকতা আনতে হবে আর তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ’।
মেসির মতো হতে পরিশ্রম করতে হবে
সাম্প্রতিক সময় বারবারই মেসির সঙ্গে তুলনা টানা হচ্ছে ইয়ামালের। যা শুনে ফ্লিক বলছেন, ‘শুধু প্রতিভা দিয়েই কিন্তু তার মতো হওয়া যায় না। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো পর্যায়ে পৌঁছতে গেলে লাগে অনেক পরিশ্রম। তাহলে অতীতের সব বড় বড় ফুটবলারদের মতো হওয়া যাবে। তবে এখন আমাদের ওকে নিয়ে লাফালাফি কম করে একটু ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। আমি খুবই খুশি যে মাত্র ১৭ বছর বয়সেই ও এমন দুর্দান্ত ফুটবল খেলছে, তবে এটা ধরে রাখবে হবে আরও ভালো করতে হবে। সব সময়ই উন্নতির জায়গা রয়েছে, সেটা ও নিজেও চায় ’।