IND vs PAK dead ball controversy: ফ্রি-হিটে বোল্ড হয়েও রান! ৩ দিন আগে হয়েছিল একই ঘটনা, কী বলছে ICC-র নিয়ম?
1 মিনিটে পড়ুন Updated: 23 Oct 2022, 07:46 PM IST-
অর্থাৎ আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটার আউট হলে তবেই সেই ডেড বল বলে হিসেবে বিবেচিত হবে। কিন্তু ফ্রি-হিটে বোল্ড হওয়ার ঘটনাকে ‘আউট’ হিসেবে বিবেচনা করা হয় না। তাই বলটি ‘ডেড বল’ হওয়ার প্রশ্নই উঠছে না। সেই পরিস্থিতিতে রান নেওয়া ক্ষেত্রে কোনও বাধা নেই। বলটা তখনই ‘ডেড’ হত, যখন বোলার বা উইকেটকিপারের হাতে এসে পৌঁছাত (আইসিসির ২০.১.১.৩ ধারা অনুযায়ী,যখন উইকেটকিপার বা বোলারের হাতে এসে পৌঁছায় বল, তখন সেটি ডেড হয়)।
ভারত বনাম পাকিস্তান ম্যাচে কী হয়েছিল?
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার ছিল ভারতের। চতুর্থ বলটি উচ্চতার কারণে নো বল হয়। স্বভাবতই পরের বলটি ফ্রি-হিট দেওয়া হয়। কিন্তু ফ্রি-হিটে বোল্ড হয়ে যান বিরাট কোহলি। দৌড়ে তিন রান নিয়ে নেন বিরাট এবং দীনেশ কার্তিক। তা নিয়েই তুমুল প্রতিবাদ শুরু করেন পাকিস্তানি ক্রিকেটাররা।
আরও পড়ুন: Virat Kohli gets emotional: চোখে জল বিরাটের, আবেগের বিস্ফোরণ মেলবোর্নে, এই কোহলিকে কখনও দেখেনি বিশ্ব
সোশ্যাল মিডিয়ায় একই দাবি করতে থাকেন পাকিস্তানের নেটিজেনরাও। তাঁরা দাবি করতে থাকেন, 'নো বল ছিল না', 'স্টাম্পে বল লাগলে ডেড বল হয়ে যায়'। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলেন পাকিস্তানিরা। যদিও পালটা ভারতীয় নেটিজেনরা খোঁচা দেন, ‘কান্নাকাটি বন্ধ কর।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।