
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন হার্দিক পান্ডিয়া। সঙ্গে দাদা ক্রুণালও ছিলেন। শাহের সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হার্দিক। সেইসঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে ধন্যবাদ জানান।
শনিবার সোশ্যাল মিডিয়ায় শাহের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন হার্দিক। একটি ছবিতে শাহের সঙ্গে হার্দিককে হাত মেলাতে দেখা গিয়েছে। অপর ছবিতে দেখা গিয়েছে যে হার্দিক ও ক্রুণাল পাশাপাশি বসে আছেন। উলটো প্রান্তে আছেন শাহ। সেইসঙ্গে আইপিএলে গুজরাট টাইটানসের হার্দিক বলেন, 'আপনার সঙ্গে অমূল্য সময় কাটাতে আমন্ত্রণ করার জন্য মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা করতে পেরে আমরা গর্বিত।'
এমনিতে ক্রিকেটের বাইরে বেরিয়ে আপাতত হার্দিকরা ফাঁকা সময় কাটাচ্ছেন। আগামী ৩ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হার্দিক। তাঁকে ভারতের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা করা হতে পারে বলেও একাধিক মহলের ধারণা। ওই মহলের ধারণা, প্রথমবার দায়িত্ব নিয়েই গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করে নিজের জাত চিনিয়েছেন ক্যাপ্টেন হার্দিক। তাই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (দু'বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া) তাঁকেই ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবে বলে ধারণা অনেকের।
তারইমধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কেএল রাহুলকে দলে রাখা হলেও হার্দিককে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দীর্ঘদিন রান না পাওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে যখন রাহুল মাঠে নেমেছেন, তখন একেবারেই দাগ কাটতে পারেননি। তাঁর অধিনায়কত্ব নিয়ে অসংখ্য প্রশ্ন আছে। আইপিএলে কিছুটা উতরে গেলেও ভারতীয় দলের যখনই অধিনায়কত্ব করেছেন, তখন দেখলেই মনে হয়েছে যে ঝিমিয়ে আছেন।
আরও পড়ুন: IPL Auction 2023: 'হার্দিকের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছি', উচ্ছ্বাস লুকিয়ে রাখলেন না আইরিশ তারকা লিটল
সেই পরিস্থিতিতে একাধিক মহলের ধারণা, একদিনের ক্রিকেটে হার্দিককে রোহিতের ডেপুটি করে ভারতীয় বোর্ড স্পষ্ট বার্তা দিল যে সাদা বলে হার্দিককেই স্থায়ী অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর রোহিত যদি অবসর নিয়ে নেন, তাহলে হার্দিকের হাতেই একদিনের অধিনায়কত্বের ব্যাটন উঠবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports