সৌদি প্রো লিগের ম্যাচে রোনাল্ডোর দল জিতলেও রেফারিংয়ের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দাবি করলেন, লিগ কর্তৃপক্ষ চায়না তিনি গোল করুন। আগামী মাসের শুরুতেই ৪০এ পা দেবেন পর্তুগিজ স্ট্রাইকার। তাঁর আগেই অবশ্য পাঁচবারের ব্যালন ডি অরজয়ী তারকা দলকে জেতালেন ৩-১ গোলে।
আল নাসের জিতল ৩-১ গোলে
সৌদির প্রো লিগের ম্যাচে আল নাসের ৩-১ গোলে জিতল আল ফাতেহ দলের বিরুদ্ধে। সেই ম্যাচে একটি গোল করেন সিআর সেভেন। এই জয়ের সুবাদে রোনাল্ডোর দল সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় রইল তৃতীয় স্থানে। সামনে রয়েছে আল হিলাল এবং আল ইত্তেহাদ। নিজের কেরিয়ারে ৯২০টি গোল করা হয়ে গেল রোনাল্ডোর। পর্তুগিজ তারকা আগেই বলেছিলেন তাঁর টার্গেট ১০০০ গোল করা।
বড় অভিযোগ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর-
আল নাসের দলের বড় জয়ের দিনে তৃতীয় গোলটি করেন সিআরসেভেন। কিন্তু ম্যাচে তাঁর দুটি গোল বাতিল হয় ভার প্রযুক্তির সুবাদে। ম্যাচ শেষে এই নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেন পর্তুগিজ সুপারস্টার। ক্যামেরার সামনে গিয়ে তিনি অসন্তোষ দেখান। এরপর সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে রোনাল্ডো বলেন, ‘ আমি গোল করে, সেটা ওরা পছন্দ করে না’। সেই সাংবাদিকও রোনাল্ডোকে বলেন, তোমার সঙ্গে ডাকাতি করা হয়েছে।
লড়াই জারি রাখছেন রোনাল্ডো
ম্যাচ শেষে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের জয় নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ আমরা থেমে যাচ্ছি না’। চলতি বছরে ইতিমধ্যেই চার গোল করা হয়ে গেছে সিআরসেভেনের। চার ম্যাচেই তিনি গোল করেছেন। ফলে নিজের ১০০০তম গোলের লক্ষ্যপূরণের দিকে আসতে আসতে এগিয়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা।
ভার নিয়ে অভিযোগ সচরাচর হয় না-
বিশ্বফুটবলে অবশ্য রেফারিং নিয়ে অনেক সময়ই প্রশ্ন উঠে থাকে, কিন্তু ভার প্রযুক্তি কাজে লাগিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে তেমন প্রশ্ন তুলতে দেখা যায় না ফুটবলারদের। কারণ ভিডিয়ো দেখে রেফারিরা সিদ্ধান্ত বিবেচনা করে থাকেন। এক্ষেত্রে রোনাল্ডো কিন্তু ভার প্রযুক্তি এবং সরাসরি প্রতোযিগাতার আয়োজকদের দিকেই ঘুরিয়ে নিশানা করলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।