বাংলার ফুটবল আপাতত সরগরম ব্রাজিলিয়ান এক ফুটবলারকে নিয়ে। কিছুদিন আগে পর্যন্ত ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশিকে নাকি হঠাৎই চাইছিল মোহনবাগান, এই গুঞ্জন সোশাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই সকলেই নেইমারের বিরুদ্ধে খেলা সেই ফুটবলারটি সম্পর্কে খোঁজ নিচ্ছেন। নিজের প্রিয় দল কি তাঁকে সই করাবে, সেই তথ্য অনুসন্ধানের চেষ্টা করছেন।
বিগয় এক সপ্তাহ ধরেই কোনও খবরের ওয়েবসাইট বা খবরের কাগজের খেলার পেজে গেলেই সেই ফুটবলারটির উল্লেখ থাকছে বহু ক্ষেত্রে, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। না তাঁর জেমি ম্যাকলারেনের মতো খ্যাতি যশ কিছুই নেই। তিনি কামিন্সের মতো বিশ্বকাপারও নন, তবে তিনি সম্প্রতি ব্রাজিলের লিগে খেলেছেন নেইমারের বিরুদ্ধে।
এর আগে এই ব্রাজিলিয়ান দীর্ঘদিন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্তি ছিলেন। সেই সময় ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তাঁর দলের কোচ ছিল। তাই লালহলুদ সমর্থকদের আশা ছিল, এক ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভার পরিবর্তে আরেক ব্রাজিলিও এসেই আক্রমণভাগের আলো বাড়াবে, কিন্ত এরই মধ্যে মোহনবাগানও তাঁকে সই করানোর দৌড়ে ঢুকে পড়ায় স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল সমর্থকরা একটু চিন্তিত।
মোহনবাগানের প্রাইম টার্গেট নন রবিনহো
এরই মধ্যে জানা গেল মোহনবাগানের প্রাইম টার্গেট কিন্তু রবসন রবিনহো কোনওদিনই ছিলেন না। সূত্রের খবর, মোহনবাগানে যে মানের বিদেশিরা গত ২-৩ বছরে এসেছে, তাঁদের তুলনায় রবসন বেশ খানিকটা পিছিয়ে। ম্যাকলারেন, কামিন্সদের নামের ধারে কাছে আসেননা বসুন্ধরা কিংসের এই প্রাক্তনী। আর মোলিনার যে কম্বিনেশন, তাতেও রবসন কতটা ফিট খাবে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। আরও একটি বিষয় হল, সামনে এএফসির প্রতিযোগিতা রয়েছে। আর সেখানে অভিজ্ঞতার দিকে থেকে রবসনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ম্যাকলারেন।
MBSG-তে প্রচুর ভালো মানের অ্যাটাকার রয়েছে
মোলিনা তাই ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন, দলের কম্বিনেশনে ফিট করা এক ফুটবলারকে নিতে। গতবার প্রায় সব ম্যাচেই মোহনবাগান জোড়া বিদেশি ডিফেন্ডারে খেলেছিল, তাই গ্রেগ স্টুয়ার্ট, পেত্রাতোসরা অনেকটা সময়ই মাঠের বাইরে কাটিয়েছেন রিজার্ভ বেঞ্চে। কিন্তু দলের আক্রমণের শক্তি আরও বাড়াতে গেলে এদের মধ্যে একজনকে শুরু থেকে খেলানো যেতে পারে, সেক্ষেত্রে ডিফেন্সে এক বিদেশিকে কমাতে হবে।
মোলিনার পছন্দ ভারতীয় ডিফেন্ডার
তাই মোলিনা নিজের পছন্দের ভারতীয় ডিফেন্ডারের নাম জানিয়ে দিয়েছেন ক্লাবকে। এবার মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টও ভারতীয় দলের সেই ডিফেন্ডারকে দলে নিতে কথাবার্তা শুরু করে দিয়েছে। সেন্ট্রাল ডিফেন্সে টম আলদ্রেড দল ছাড়লে আলবার্তোর পাশে খেলার মতো দীর্ঘদেহি ডিফেন্ডার চাইছে বাগান, আর সেই জায়গায় নাম ভাসছে সন্দেশ ঝিংগানের। এর আগেও তিনি এটিকে মোহনবাগানে খেলেছেন।
বাগানের নজরে রাহুল-ভালপুইয়া
সন্দেশ ছাড়াও বাগানের নজরে ছিলেন রাহুল ভেকেও, কিন্তু বেঙ্গালুরুর এই ডিফেন্ডারের বয়স ৩৪, আর সন্দেশের ৩১। তাই সন্দেশকে দলে নিতে অন্তত বছর তিনেকের পরিকল্পনা করা সম্ভব, তাই তাঁকেই চাইছে বাগান শিবির। এদিকে নাম ভাসছে আরেক ভারতীয় দলের ডিফেন্ডার ভালপুইয়ার, যিনি মুম্বই সিটিতে খেলেন। এক্ষেত্রে টস যদি মুম্বইতে যান, তাহলে ভালপুইয়াকেও অনেকটা ট্রান্সফারের মতোই নিয়ে নিতে পারে সবুজ মেরুন শিবির।