Super Cup SF MBSG vs FCG Live- সুপার কাপের ফাইনালে পৌঁছাল এফসি গোয়া। মোহনবাগানকে ৩-১ গোলে সেমিফাইনালে হারিয়ে দিল গোয়ার দলটি। কদিন আগে আইএসএলের ম্যাচে গোয়াকে হারিয়েই লিগ শিল্ড খেতাব নিশ্চিত করেছিল মোহনবাগান, এবার পাল্টা বাগানকে ছিটকে দিল ম্যানোলো মার্কুয়েজের দল।
Super Cup SF MBSG vs FCG Live- ফাইনালে এফসি গোয়া
আজকের মতো লাইভ ব্লগ এখানেই শেষ….
Super Cup SF MBSG vs FCG Live- ফুলটাইম- এফসি গোয়া ৩, মোহনবগান ১
সুপার কাপের ফাইনালে পৌঁছাল এফসি গোয়া। মোহনবাগানকে ৩-১ গোলে সেমিফাইনালে হারিয়ে দিল গোয়ার দলটি। কদিন আগে আইএসএলের ম্যাচে গোয়াকে হারিয়েই লিগ শিল্ড খেতাব নিশ্চিত করেছিল মোহনবাগান, এবার পাল্টা বাগানকে ছিটকে দিল ম্যানোলো মার্কুয়েজের দল।
Super Cup SF MBSG vs FCG Live- ৮৬ মিনিট- মোহনবাগান ১, গোয়া ৩
মোহনবাগানের জোড়া পরিবর্তন। সালাহ এবং আমনদীপকে তুলে নেওয়া হল। মাঠে এলেন টাইসন এবং সার্টো
Super Cup SF MBSG vs FCG Live- ৮৫ মিনিট- মোহনবাগান ১, গোয়া ৩
দীপেন্দু বিশ্বাস ভুল করে ইকারকে বল দিয়ে ফেলেছিলেন, কিন্তু ইকারের শট লক্ষ্যভ্রষ্ট হয়।এদিকে সুহেল একটি গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। অনেকটাই অফসাইড ছিল। বোর্হা এবং সাহিল টাভোরাকে তুলে নিল এফসি গোয়া, মাঠে এলেন সেরিটন ফার্নান্দেজ এবং রাওলিন বর্জেস।
Super Cup SF MBSG vs FCG Live- ৮০ মিনিট- মোহনবাগান ১, গোয়া ৩
গোলের সহজ সুযোগ মিস করলেন ইকার, নাহলে গোয়া আরও ব্যবধান বাড়াতে পারত। এদিকে ওডেইকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন সুহেল ভাট
Super Cup SF MBSG vs FCG Live- ৭৬ মিনিট- মোহনবাগান ১, গোয়া ৩
বরিস সিংয়ের পরিবর্তে মাঠে এসেছেন মহম্মদ ইয়াসির। মোহনবাগানের মাঝমাঠে ভালো পাসারের অভাব রয়েছে, তাই আক্রমণে বল ডিস্ট্রিবিউশন ভালো হচ্ছে না। তাই দ্বিতীয়ার্ধে একদমই নিষ্প্রভ বাগানের অ্যাটাকাররা। এদিকে দ্রাজিচ এগিয়ে এসে বোর্হাকে ভালো বল বাড়ানোর চেষ্টা করলেও ধীরজের বুদ্ধিমত্তায় বিপদ এড়াল বাগান। এখন ড্রিঙ্কস ব্রেক হয়েছে
Super Cup SF MBSG vs FCG Live- ৭০ মিনিট- মোহনবাগান ১, গোয়া ৩
বামদিক থেকে বাড়ানো বল ভালো ক্লিয়ার করলেন ধীরজ, এরপর নুনো রেইস বল দখলের লড়াই লড়লেন এবং কর্নার হল
Super Cup SF MBSG vs FCG Live- ৬৫ মিনিট- মোহনবাগান ১, গোয়া ৩
আবারও কর্নার পেয়েছিল এফসি গোয়া, এক্ষেত্রে বোর্হার নেওয়া শট ধরলেন ধীরজ
Super Cup SF MBSG vs FCG Live- ৬০ মিনিট- মোহনবাগান ১, গোয়া ৩
গোল পাওয়ার পরই ব্রিসন ফার্নান্দেজকে তুলে নিলেন ম্যানোলো মার্কুয়েজ, মাঠে এলেন উদান্তা সিং। কাজ কঠিন হয়ে গেছে মোহনবাগানের। আবার আক্রমণে এসেছিল গোল, কিন্তু বল ধীরজের তালুবন্দী।
Super Cup SF MBSG vs FCG Live- ৩-১ এগিয়ে গেল গোয়া
এবার লিড আরও বাড়িয়ে নিল এফসি গোয়া। কর্নার থেকে সট নিয়ে তা গোলে ঢুকিয়ে দিলেন বোর্হা। সরাসরি নেওয়া শট ডিপ করে গোলে ঢুকে গেল, গোলরক্ষক ধীরজ সেই বল বিপদমুক্ত করতে পারলেন না
Super Cup SF MBSG vs FCG Live- পিছিয়ে পড়ল মোহনবাগান
পেনাল্টি থেকে গোল গোয়ার স্ট্রাইকার ইকারের, আপাতত গোয়া ২, মোহনবাগান ১। গোয়ার এক ফুটবলারকে বক্সের ভিতর ফাউল করেন মোহনবাগানের গোলরক্ষক
Super Cup SF MBSG vs FCG Live- ৪৮ মিনিট- মোহনবাগান ১, গোয়া ১
আক্রমণে উঠে গেছিলেন সুহেল ভাটও, কিন্তু বক্সে নিজের দলের প্লেয়ারদের পেলেন না তিনি
Super Cup SF MBSG vs FCG Live- দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ গোয়ার
শুরুতেই আক্রমণে উঠল এফসি গোয়া, দ্রাজিচের আক্রমণ একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট
Super Cup SF MBSG vs FCG Live- প্রথমার্ধ শেষ
প্রথমার্ধের শেষে দুই দলই দাঁড়িয়ে একই জায়গায়। মোহনবাগান ১, এফসি গোয়া ১। নিঃসন্দেহে মোহনবাগানের রক্ষণে বেশি চাপ তৈরি করেছে এফসি গোয়া। তাঁরাই প্রথমে এগিয়ে গেছিল ব্রিসন ফার্নান্দেজের গোলে, এরপর বাগনাকে সমতায় ফেরান সুহেল ভাট। মোহনবাগানের স্বদেশি ১০ ফুটবলার কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়ছে না গোয়ার বিদেশি সমন্বিত শক্তিশালী দলকে।
Super Cup SF MBSG vs FCG Live- ৪৫ মিনিট- মোহনবাগান ১, গোয়া ১
কর্নার থেকে গোয়ার আক্রমণ বারে লেগে প্রতিহত হল। এরপর নুনো রেইস বিপদমুক্ত করলেন। ইকারের হেডার বারে লাগে, নাহলে এগিয়ে যেতে পারত গোয়া
Super Cup SF MBSG vs FCG Live- ৪০ মিনিট- মোহনবাগান ১, গোয়া ১
আশিক কুরুনিয়ান ফ্রি কিক জিতলেও তাতে লাভ হল না, এদিকে সাহালের শট একটুর জন্য বাইরে
Super Cup SF MBSG vs FCG Live- ৩৫ মিনিট- মোহনবাগান ১, গোয়া ১
আশিক কুরুনিয়ান ভালো অ্যাটাক করছিলেন বামদিক থেকে, বল কাট করে ঢুকে শট করার চেষ্টা করলে তা প্রতিহত হল। আক্রমণ করছে দুই দলই। ইকারের নেওয়া শট বাগান ডিফেন্ডারদের গায়ে লেগে প্রতিহত হল
Super Cup SF MBSG vs FCG Live- ২৫ মিনিট- মোহনবাগান ১, গোয়া ১
বামদিক থেকে বল পেেয় আশিক মাপা সেন্টার বাড়ান সুহেলকে। আগের ম্যাচের মতোই পিছন থেকে ছো মেরে গোল করে যান সুহেল। এবারের সুপার কাপে আশিকের সঙ্গে সুহেলের জুটি বেশ নজর কাড়ছে। ডানদিক থেকে সালাহও ভালো লড়াই দিচ্ছেন
Super Cup SF MBSG vs FCG Live- সমতা ফেরাল মোহনবাগান
আশিক কুরুনিয়ানের বাড়ানো বলে পা ছুঁইয়ে গোল করে গেলেন সুহেল ভাট।
Super Cup SF MBSG vs FCG Live- ২১ মিনিট- মোহনবাগান ০, গোয়া ১
গোয়ার বিরুদ্ধে কলিঙ্গে ১ গোলে পিছিয়ে মোহনবাগান। ম্যাচের ২০ মিনিটে বোর্হার পাস থেকে হেডারে গোল করে গেলেন ব্রিসন ফার্নান্দেজ। এক্ষেত্রে বাগানের ডিফেন্ডারদের ভুল রয়েছে। মার্কিং করতে ব্যর্থ সবুজ মেরুন ডিফেন্ডাররা।
Super Cup SF MBSG vs FCG Live- এগিয়ে গেল গোয়া
বোর্হার কর্নার থেকে ব্রিসন ফার্নান্দেজের গোলে এগিয়ে গেল গোয়া
Super Cup SF MBSG vs FCG Live- ১৫ মিনিট- মোহনবাগান ০, গোয়া ০
মাঝমাঠ ভিত্তিক ফুটবল হচ্ছে। গোয়ার আক্রমণে প্রাধান্য রয়েছে। বক্সের অনেকটা বাইরে থেকে সালিহ টাভোরার জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট
Super Cup SF MBSG vs FCG Live- ৯ মিনিট- মোহনবাগান ০, গোয়া ০
ডানদিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায় মোহনবাগানের সালাহ, কিন্তু পাস ঠিকঠাক হল না
Super Cup SF MBSG vs FCG Live- ৩ মিনিট- মোহনবাগান ০, গোয়া ০
শুরু থেকেই আক্রমণে চাপ বাড়াচ্ছে গোয়া। মোহনবাগান ডিফেন্সের ভুলে বিপদ তৈরি হতে পারত। ডান প্রান্ত থেকে বোর্হার আক্রমণ
Super Cup SF MBSG vs FCG Live- শুরুতেই আক্রমণের চেষ্টা গোয়া
বামদিক থেকে জয় গুপ্তা শট নিলেন
Super Cup SF MBSG vs FCG Live- খেলা শুরু
খেলা শুরু হয়ে গেল
Super Cup SF MBSG vs FCG Live- সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে মোহনবাগান
২০২০ সালের পর থেকে ১২ সাক্ষাৎে ৭বার জিতেছে মোহনবাগান, ৪বার জিতেছে গোয়া। একটি ম্যাচ ড্র হয়েছে
Super Cup SF MBSG vs FCG Live- দুই দলের সুপার কাপের যাত্রা
মোহনবাগান এখনও পর্যন্ত ১টা ম্যাচেই খেলেছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ জিতেছে। আর এফসি গোয়া প্রি কোয়ার্টারে গোকুলম এফসিকে ৩-০ হারানোর পর কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসি ২-১ গোলে হারিয়েছে
Super Cup SF MBSG vs FCG Live- এফসি গোয়ার প্রথম একাদশ
ঋত্বিক তিওয়ারি (গোলরক্ষক), সন্দেশ ঝিংগান, কার্ল ম্যাকহিউগ, দ্রাজিচ, সাহিল টাভোরা, ওডেই জাবালা, বরিস সিং থাংজাম, বোর্হা, ইকার গুয়ারটজেনা, ব্রিসন ফার্নান্দেজ এবং জয় গুপ্তা
Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগানের প্রথম একাদশ
ধীরজ (গোলরক্ষক), নুনো রেইস, দীপেন্দু বিশ্বাস, সৌরভ ভানোয়ালা, আমনদীপ, সালাহ, আশিক কুরুনিয়ান, সাহাল, অভিশেক সূর্যবংশী, দীপক টাংরি, সুহেল ভাট
Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচের লাইভ ব্লগে আপনাদের স্বাগত
কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনালে আজ মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া। লিগ শিল্ড হাতছাড়া হওয়ার পর বাগানকে হারাতে মরিয়া ম্যানোলো মার্কুয়েজের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।