
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইন্টার মিয়ামিতে আর থাকবেন না মেসি? সম্প্রতি এক খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল দুনিয়ায়। বেকহ্যামের দলের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে, তবে তিনি নাকি আর মিয়ামিতে থাকতে চাইছেন না। ক্লাবের তরফ থেকে একাধিকবার চুক্তি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু লিওনেল মেসি সেই প্রস্তাবে কর্ণপাত করেননি। তার পরিবর্তে দল পরিবর্তন করতে চাইছেন মেসি। কিন্তু তিনি কোন দলে যোগ দেবেন সেটাই লাখ টাকার প্রশ্ন। তবে কী তিনি বার্সেলোনায় ফিরবেন আবার? না সেই সম্ভাবনা নেই। সূত্রের মতে আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে যোগ দিতে পারেন তিনি। এই ক্লাব থেকেই নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন মেসি। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত এখানেই ফুটবল খেলেন তিনি। তাই ক্যারিয়ারের শেষ অধ্যায়টাও সেখানে থেকেই লিখতে চান।
২০২৩ সালে ইন্টার মিয়ামিতে ২.৫ বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই সময় সৌদির আল হিলাল ক্লাবের থেকেও মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি সৌদির পরিবর্তে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেন। মিয়ামির আগে পিএসজিতে ছিলেন তিনি, ২০২১ সালে বার্সেলোনা থেকে যোগ দিয়েছিলেন প্যারিস সাঁ জাঁয়, সেখানেই ২০২২-২০২৩ মরশুম পর্যন্ত কাটান। গত মরশুমে ইন্টার মিয়ামিকে মেজর লিগ সকারের প্লে অফে তুলেছিলেন। সেই সঙ্গে গত বছর লিগ কাপ ট্রফি জয় করেছিলেন। তবে এবার সেখানে আর থাকতে চান না।
২০১৬ সালে মেসি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি বলেন, ‘আমায় যদি একদিন পরই আর্জেন্টিনায় ফেরার প্রস্তাব দেওয়া হয়, আমি রাজি। যদি বলেন কোন ক্লাবের হয়ে খেলবেন, তাহলে অবশ্যই নিউওয়েলের হয়ে। আমার স্বপ্ন নিউওয়েলের হয়ে খেলার। কিন্তু আমি জানিনা দেশের ভবিষ্যৎ কী। এই সংশয়ের কারণ দেশের বর্তমান পরিস্থিতি। আমার পরিবার এবং সন্তানদের ভবিষ্যৎ আগে। আমি চাই তাঁরা শান্তিতে জীবনযাপন করুক এবং বেড়ে উঠুক। বর্তমানে আর্জেন্টিনার অবস্থা খুবই খারাপ। যখন তখন খুন হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনি রাস্তায় বেরতে পারবেন না’। যদিও বর্তমানে আর্জেন্টিনার পরিস্থিতির পরিবর্তন ঘটেছে , তাই হয়তো মেসিও এবার চাইছেন নিজের অনেকদিনের স্বপ্ন পূরণ করতে। তবে কবে শেষ পর্যন্ত তিনি নিজের ছোটবেলার ক্লাবে যোগ দেবেন তা এখনও চূড়ান্ত নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports