এই মরশুমে কোথায় সই করবেন রয় কৃষ্ণ, তা নিয়ে তীব্র জল্পনা চলছিল। জানা গিয়েছে, অন্য কোথাও নয়, বেঙ্গালুরু এফসি-তে সই করতে চলেছেন রয়। তাঁর খুব প্রিয় সতীর্থ প্রবীর দাস, জাভি হার্নান্ডেজদের দেখানো পথেই হাঁটছেন রয়।
গত কয়েক মরশুম ধরে খুব একটা ভালো ছন্দে নেই বেঙ্গালুরু এফসি। এ বার ট্রফি জয়ের লক্ষ্যে অভিজ্ঞ প্লেয়ারদের দলে নিয়ে বাজিমাত করতে চাইছে তারা। সেই লক্ষ্যেই টিম গড়ছে বেঙ্গালুরু। রয় কৃষ্ণকে সই করিয়ে নিঃসন্দেহে নিজেদের শক্তি বাড়াল সুনীল ছেত্রীদের টিম। যদি রয় তাঁর পুরনো ছন্দে থাকে, সে ক্ষেত্রে বড় প্লাস পয়েন্ট হবে বেঙ্গালুরুর।
আরও পড়ুন: গত বার ইস্টবেঙ্গলে সে ভাবে নজর কাড়েননি, ভাগ্য ফেরাতে নর্থ-ইস্টে পাড়ি অরিন্দমের
সবুজ-মেরুন ছাড়ার পর প্রথমে শোনা গিয়েছিল ফের নিজের পুরনো ক্লাব ওয়েলিংটন ফোনেক্সে ফিরতে পারেন রয় কৃষ্ণ। পাশাপাশি ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেডের নামও উঠে এসেছিল। তবে এখন জানা গিয়েছে, তিনি এটিকে মোহনবাগানকে চ্যালেঞ্জ জানিয়ে বেঙ্গালুরুতেই যাচ্ছেন।
আরও পড়ুন: রয়ের পরিবর্ত হিসেবে ব্রাজিলের ফুটবলারকে নিতে চলেছে ATK MB? ময়দানে জোর জল্পনা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।