অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) তাদের পার্টনার Football Sports Development Limited (FSDL)-এর তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে FSDL জানিয়েছে, পুনর্বিন্যস্ত চুক্তিগত কাঠামোর অধীনে তাদের অধিকার নিয়ে স্পষ্টতা না থাকায় তারা আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (ISL) মরশুম পরিচালনা করতে পারছে না।
AIFF-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, Master Rights Agreement অনুসারে, AIFF যথাসময়ে ২১ নভেম্বর, ২০২৪-এ — FSDL-এর সঙ্গে সম্ভাব্য নবায়নের শর্তাবলী নিয়ে আলোচনা শুরুর প্রক্রিয়া শুরু করেছিল। এরপর AIFF ও FSDL-এর শীর্ষ প্রতিনিধিরা যথাক্রমে ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এবং ৫ মার্চ মুম্বইয়ে বৈঠক করেন এই চুক্তির নবায়ন নিয়ে আলোচনা করতে।
এই আলোচনার পর, ৫ মার্চ FSDL একটি প্রস্তাব জমা দেয়, যার জবাবে AIFF ২১ এপ্রিল একটি পাল্টা প্রস্তাব দেয়। এর কিছুদিন পর, ২৬ এপ্রিল একটি শুনানির সময় AIFF-এর আইনি পরামর্শদাতা তাদের জানান যে, ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট একটি পর্যবেক্ষণে উল্লেখ করেছে, চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত Master Rights Agreement-এর নবায়ন করা উচিত নয়।
ফলে আইনি পরামর্শ অনুসারে, AIFF ও FSDL-এর মধ্যে চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনা বর্তমানে স্থগিত রাখা হয়েছে এবং এটি ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশনার উপর নির্ভর করছে।
AIFF স্বীকার করে যে, ISL শুধুমাত্র দেশের ফুটবল কাঠামোর জন্য নয়, বরং ক্লাব, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, অফিসিয়াল এবং সমর্থকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তারা স্বীকার করে, ISL-এর এই অনিশ্চয়তা অনেক চ্যালেঞ্জ ও সমস্যার সৃষ্টি করছে। তবুও, AIFF দেশের আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে চলেছে।
AIFF ও তাদের অংশীদাররা ভারতীয় ফুটবলের স্বার্থে ISL-এর ধারাবাহিকতা বজায় রাখতে সমস্ত সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করবে এবং যা কিছু সম্ভব সেটা তারা করবে। এই সময়ে তারা সব স্টেকহোল্ডারদের সহানুভূতি ও বোঝাপড়ার অনুরোধ জানিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।