বর্ণবৈষম্য মূলক মন্তব্যের অভিযোগ উঠল পর্তুগিজ হাইপ্রোফাইল কোচ জোসে মোরিনহোর বিরুদ্ধে। বর্তমানে তিনি তুরস্কের ক্লাব ফেনারবেসে কোচিং করাচ্ছেন। সেখানেই দলের খেলার শেষে তিনি রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে গিয়েই একপ্রকার তুরস্কের ফুটবলারদের নিয়েই কটু মন্তব্য করে বসেন। সেই নিয়েই এবার ফিফা উয়েফার কাছেও নালিশ জমা পড়ল।
রেফারিদের বিরুদ্ধেও ক্ষোভ মোরিনহোর
তার বক্তব্য থেকে উঠে আসে রেফারিরা নাকি অতিরিক্ত সুবিধা পাইয়ে দিচ্ছেন তুরস্কের লোকাল ফুটবলারদের। এছাড়াও বাঁদর বলে তুরস্কর ক্লাবের খেলোয়াড়, কর্তাদের আক্রমণ করেন মোরিনহোর। এই বক্তব্যের পরই হোসে মোরিনহোর বিরুদ্ধে নালিশ জানিয়েছে তুরস্কার প্রথম সারির ক্লাব গালাতাসারে। দাবি করা হয়েছে হোসে মরিনহো ইচ্ছাকৃতভাবেই তুরস্কের মানুষদের অপমান করার জন্য এমন বক্তব্য করেছেন।
গালাতাসারের বিরুদ্ধে ম্যাচ ড্রয়ের পর ক্ষোভ মোরিনহোর
সোমবার রাতে ইস্তানবুলে গালাতাসারে বনাম ফেনারবেসের ম্যাচ ড্র হয়ে যায়। তারপরই এমন মন্তব্য করেন মোরিনহো। স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের ম্যাচ পরিচালনায় ক্ষুব্ধ ছিলেন পর্তুগিজ কোচ। তাঁকে বলতে শোনা যায়, ‘আজকের ম্যাচে রেফারি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। যদি এই দেশের বাইরে থেকেও কেউ এই ম্যাচটা দেখে থাকে, তাহলে সেটা দেখেছে শুধুই এই রেফারির জন্য ’।
আরও পড়ুন-২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করতে ইচ্ছুক ভারত! পাঠানো হচ্ছে প্রস্তাব! হবে ক্রিকেটও? দেখে নিন
চতুর্থ রেফারিকেও খোঁচা
এরপর দ্য স্পেশাল ওয়ান খ্যাত মোরিনহো আরও বলেন, ‘আমি রেফারিদের ড্রেসিং রুমে গেছিলাম ম্যাচের পরে। সেখানে আরেকজন তুরস্কের রেফারিও ছিল (চতুর্থ রেফারি)। আমি তাঁকে বলি, যে এখানে এসে ম্যাচ পরিচালনা করার জন্য ধন্যবাদ(খোঁচা দিয়ে বলেন)। এরপর আমি চতুর্থ রেফারিকেও বলেছি, ও খেলা পরিচালনা করলে খারাপ হতে পারত ’।
তুরস্কের ক্লাবকে বাঁদর বলে আখ্যা
এরপরই আসে মোরিনহোর আসল বিতর্কিত মন্তব্য। ম্যাচটা ছিল ফেনারবেসের হোম ম্যাচ। আর সেখানে গিয়েই গালাতাসারে ড্র করে আসায় স্বাভাবিকভাবেই তাঁদের ফুটবলার, কোচিং স্টাফরা যথেষ্ট খুশি ছিলেন। আর সেই নিয়েই ম্যাচ শেষে মোরিনহো মন্তব্য করেন, ‘গালাতাসারের ডাগ আউটে বা বেঞ্চে থাকা সদস্যরা ম্যাচের সময় বাঁদরের মতো লাফালাফি করছিল ’।
অর্থাৎ প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বাঁদর বলায় গালাতাসারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তুরস্কের মানুষের বিরুদ্ধে বর্ণবৈষম্যমুলক মন্তব্য করেছেন মোরিনহো। কারণ বাঁদর বলতে অনেক সময়ই কৃষ্ণাঙ্গ বুঝিয়ে থাকেন খেলোয়াড়রা। বিবৃতি দিয়ে গালাতাসারে জানিয়েছে, ‘হোসে মোরিনহো যে মন্তব্য করেছেন তা তুরস্কের মানুষের জন্য অত্যন্ত অপমানসূচক এবং অমানবিক। এই প্রথম নয়, এর আগেও তিনি তুরস্কের মানুষকে নিয়ে এমন অশালিন মন্তব্য করেছেন। আমরা তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে চলেছে, এবং ফিফা ও উয়েফার কাছেও বিষয়টি জানাব ’।
মোরিনহো অবশ্য এই প্রথম নয়, বরাবরই অত্যন্ত স্পষ্ট কথা বলে অভ্যস্ত। সেই কারণে তাঁকে অনেকেই পছন্দ করেননা। গালাতাসারে ক্লাব অবশ্য তাঁদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্রেফ নিজেরা তাঁরা নালিশ করেছে বা মামলা করেছে সেটায় তাঁরা চুপ থাকবেন না। মোরিনহোর ক্লাব ফেনারবেস কি ভূমিকা পালন করে এই বিষয়, সেদিকেও তাঁরা নজর রাখবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।