ফিফা র্যাঙ্কিংয়ে শেষ ৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছে গেল ভারতের পুরুষ ফুটবল দল। জুন মাসে টানা দুই ম্যাচে হার, তার ফলশ্রুতিতে ফিফা-র নতুন র্যাঙ্কিংয়ে ৬ ধাপ নেমে গিয়ে ১৩৩ নম্বরে চলে গেল ভারতের পুরুষ ফুটবল দল।
গত ৯ বছরে এটি ভারতীয় ফুটবল দলের জন্য সবচেয়ে খারাপ অবস্থান। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় ভারতের পতনের অন্যতম কারণ ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-২ ব্যবধানে হার এবং তার পর এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের (যারা র্যাঙ্কে ভারতের চেয়ে নীচে) কাছে ০-১ ব্যবধানে পরাজয়।
এই হতাশাজনক পারফরম্যান্সের পরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রধান কোচ মানোলো মার্কুয়েজ। তবে ৯ বছর আগে ভারতের র্যাঙ্কিং আরও খারাপ ছিল। ২০১৬ সালের ডিসেম্বরে ভারতীয় দল ছিল ১৩৫ নম্বরে। ভারতের সবচেয়ে ভালো র্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে। সেই সময়ে তারা পৌঁছেছিল ৯৪ নম্বরে।
বর্তমানে ভারতের পয়েন্ট ১১১৩.২২, যেখানে পূর্ববর্তী ছিল ১১৩২.০৩। এশিয়ার ৪৬টি দেশের মধ্যে ভারত এখন ২৪তম স্থানে, শীর্ষে রয়েছে জাপান (১৭তম স্থান)। ভারতীয় ফুটবল দলের জন্য কিছুই যেন ঠিকঠাক চলছে না। হংকংয়ের কাছে হার ২০২৭ সালের এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পথে বড় ধাক্কা দিয়েছে।
মানোলো মার্কুয়েজের কোচিংয়ে শেষ আট ম্যাচে ভারত মাত্র একটি ম্যাচ জিতেছে—মার্চে মালদ্বীপের বিরুদ্ধে। চলতি বছরে ভারত এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে একটি জিতেছে, একটি ড্র করেছে এবং দুটি হেরেছে। এই হতাশাজনক ফলাফলের প্রেক্ষিতে দলে ফেরানো হয়েছিল প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রীকে, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি।
ভারতের পরবর্তী নির্ধারিত আন্তর্জাতিক ম্যাচ অক্টোবর মাসে, সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে, একটি অ্যাওয়ে ম্যাচ। ফিফা-র সামগ্রিক র্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা শীর্ষে রয়েছে। তাদের পরে রয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।