পুরুষদের মতোই ফিফার মহিলা বিশ্বকাপেও বাড়ছে দলের সংখ্যা। ২০৩১ সালের ফিফা মহিলা বিশ্বকাপ থেকেই দল বৃদ্ধির সংখ্যা নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফার বৈঠকে সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে বিশ্বফুটবলের মঞ্চে মহিলারাও যথেষ্ট নজর কেড়েছেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছে ফুটবলের গভার্নিং বডি।
৪৮ দল নিয়ে ফিফা বিশ্বকাপ হলে তখন ১২টি গ্রুপ নিয়ে ফরম্যাট হবে। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যাও এক লাফে অনেকটা বেড়ে যাবে। এমনিতে ৬৪টা ম্যাচ হওয়ার কথা থাকলেও দলের সংখ্যা ৪৮ ছুঁলে ম্যাচের সংখ্যা দাঁড়াবে ১০৪টি। এছাড়াও প্রতিযোগিতার মেয়াদও অন্যান্য বিশ্বকাপের থেকে ১ সপ্তাহ বেড়ে যাবে।
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০২৩ সালের মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। সেখানে স্পেন চ্যাম্পিয়ন হয়, আর সেবারই মহিলা ফুটবলও গোটা বিশ্বে অনেক আকর্ষণ টানতে পেরেছে, এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা সভাপতি বলেছেন, ‘২০২৩ মহিলা ফুটবল বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটা কনফেডারেশনের একটি করে দল অন্তত একটি করে ম্যাচ জিতেছে। এর মধ্যে পাঁচটা কনফেডারেশনের দল নকআউট স্টেজেও পৌঁছে গেছে। অন্যান্য অনেক রেকর্ডের পাশাপাশি মহিলা ফুটবল গোটা বিশ্বেই এক নতুন মাত্রা যোগ করেছে এই বিশ্বকাপে ’।
এরপর জিয়ান্নি ইনফান্তিনো আরও জানান, ‘স্রেফ দল বাড়ানোটাই আমাদের উদ্দেশ্য নয়। যাতে আরও বেশি দেশ বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে পারে, সেই জন্যই এই দল বৃদ্ধির সিদ্ধান্ত। মহিলা ফুটবলের পরিকাঠামোও এর দ্বারা উন্নতি হবে আর এই পদক্ষেপ ভবিষ্যৎে মহিলাদেরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে মহিলা ফুটবলেও আমরা মোমেন্টাম ধরে রেখেছি ’।
২০২৭ সালের মহিলা ফুটবল বিশ্বকাপ হবে ব্রাজিলে ৩২টি দল নিয়ে, সেটি হবে দশম সংস্করণ। এরপর ২০৩১ ও ২০৩৫ সালের ৪৮ দল নিয়ে হবে মহিলা বিশ্বকাপ। এখনও সেই হোস্ট চূড়ান্ত হয়নি। তবে ২০৩১ সালের বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়ার কথা কারণ তাঁরাই একমাত্র বিড জমা দিয়েছে। ফিফা সভাপতি জানিয়েছেন যে ২০৩১ এবং ২০৩৫ ফুটবল বিশ্বকাপের জন্য একটি করে বৈধ বিড জমা পড়েছে। প্রসঙ্গত পুরুষদের ক্ষেত্রে অবশ্য ২০২৬ সাল থেকেই ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, যা মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়ার কথা।
ডোপিংয়ের ক্ষেত্রে এবার থেকে ফিফা চাইলে প্রত্যেকটা দেশের ফেডারেশনের বিরুদ্ধেও সর্বোচ্চ ক্রীড়া আদালতে আবেদন জানাতে পারবে, ফিফার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আফগানিস্তানের মহিলা ফুটবলকে সমর্থন করার জন্য আফগান ওমেনস রিফিউজি দল তৈরি করা হবে। ফিফা মহিলাদের পায়ে ফুটবল এনে দিতে বদ্ধপরিকর, জানানো হয়েছে তাঁদের তরফে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।