সাংহাইতে আয়োজিত এবারের তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ টুতে দুর্দান্ত পারফরমেন্স করল ভারত। পুরুষদের দলগত বিভাগে সোনা জিতল ভারতীয়রা। মহিলাদের দলগত ইভেন্টে রৌপ্য পদক জয় করে ভারত। আর মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারতীয় ক্রীড়াবিদরা। শনিবার পরপর পদক জেতে ভারতীয় দল।
পুরুষ দল হারাল মেক্সিকোকে
পুরুষদের ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওতালে এবং ঋষভ যাদব। তাঁরা হারিয়ে দেয় মেক্সিকোকে। ফাইনালে ২৩২-২২৮ ফলাফলে সোনা জিতে নেয় ভারত। ভারতীয় দল ধারাবাহিকভাবেই ভালো শট নিতে থাকে এবং স্নায়ুচাপ ধরে রেখেই সোনা জিতে নেয়।
মহিলারা হেরে গেল মেক্সিকোর কাছেই
মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে জোত্যি সুরেখা ভেন্নাম, মধুরা ধমনগাওকার এবং চিকিথা তনিরপার্থিকে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল। এক্ষেত্রে আবার মেক্সিকোর কাছেই ভারতীয় মহিলা দল হার স্বীকার করল। এক পেশেভাবেই এই ম্যাচ জিতল মেক্সিকানরা, ম্যাচ ফল তাঁদের পক্ষে ২৩৪-২২১। ফাইনালে হারলেও গোটা প্রতিযোগিতায় ভালো খেলার সুবাদে ভারতীয় মহিলা ব্রিগেড রৌপ্য পদক পেল।
মালেশিয়াকে হারিয়ে মিক্সড ইভেন্টে তৃতীয় হল ভারত
ভারতের মহিলা ও পুরুষ দলের মতোই, মিক্সড ইভেন্টেও পদক ক্রীড়াবিদরা। ভারতের কম্পাউন্ড মিক্সড দলে অভিষেক বর্মা এবং মধুরা ব্রোঞ্জ পদক জেতে। তাঁরা মালেশিয়াকে লো স্কোরিং ম্যাচে হারিয়ে তৃতীয় স্থান দখল করে। এই ফলাফল থেকে এখটা বিষয় পরিষ্কার যে ভারতের কম্পাউন্ড আর্চারিতে আসতে আসতে উন্নতি হচ্ছে, আর সেটা আন্তর্জাতিক মঞ্চেও প্রতিফলিত হচ্ছে।
২০২৮ অলিম্পিক্সে থাকবে কম্পাউন্ড আর্চারি
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে কম্পাউন্ড আর্চারি ইভেন্টটি অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রথম অলিম্পিক্সে এই ইভেন্টটি হবে। সাম্প্রতিক সময়ে ভারতের টানা সাফল্যে তাই অলিম্পিক্সে তীরন্দাজিতে একটা পদক জয়ের স্বপ্ন পূরণ হতেই পারে অদূর ভবিষ্যৎে। তিনটি ইভেন্টেই পদক জেতায় এই খেলার প্রতি ভারতের উন্নতির স্পষ্ট ছবিই পাওয়া গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।