ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির অবসরের পর থেকেই তাঁকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন প্রাক্তনীরা। সবাই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন জানাতে পারছেন না। একজন ক্রিকেটার নিজেকে ঠিক কোন উচ্চতায় নিয়ে গেলে ৩৬ বছর বয়সে এসেও অন্যান্য তারকারা তাঁর বিদায়ে হতাশ হতে পারে, সেটাই কোহলি দেখিয়ে দিয়েছেন। ভারতীয় দলের কিংবদন্তি অনিল কুম্বলেও বলেছেন, ইংল্যান্ডের বিরাট কোহলিকে দরকার ছিল। জকোভিচ থেকে স্মিথ, সকলেই তাঁকে অনবদ্য টেস্ট কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে এই আবহেই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানিও প্রশংসা করছেন বিরাট কোহলির, সঙ্গে তিনিও অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বিরাটের ব্যাটিং টেম্পারমেন্ট নিয়েই মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। ১২৩ টেস্ট খেলার পর ৯২৩০ রান করে বিরাট অবসর নিয়েছেন। চাইলেই ২-৩টে সিরিজ খেলেই নিজের ১০ হাজার রানের মাইলস্টোন পূরণ করতে পারতেন, কিন্তু মোহ মায়ার থেকে বিরাট যেন নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছেন।
ও চাইলে আরও কিছুদিন খেলতে পার
১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য সৈয়দ কিরমানি বিরাট কোহলিকে নিয়ে বললেন, ‘ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। সবাইকেই একদিন না একদিন অবসর নিতে হয়, কিন্তু ও চাইলে আরও কিছুদিন খেলতেই পারত। যদিও আমি ওর সিদ্ধান্তকে সম্মান করি, আমি ওর ভবিষ্যৎের জন্য ওকে শুভেচ্ছাও জানাচ্ছি ’।
কোহলি আগামী প্রজন্মের কাছে আইকন
বিরাট কোহলি ভারতীয় দলকে ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে তার মধ্যে ৪০টিতেই জিতেছেন। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, যেভাবে বিরাট আগামী প্রজন্মের কাছে নিজেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে, তা দেখে মুগ্ধ কিরমানি। তিনি বলছেন, ‘বিরাট কোহলি নিজের খেলায় ধারাবাহিকতা এনেছে, যা তাঁকে বাকিদের থেকে অনেকটা আলাদা করে দিয়েছে। ও যুব ক্রিকেটারদের কাছে মোটিভেশন, যারা আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলতে চায়। ওর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সঙ্গে টেম্পারমেন্ট অনবদ্য, ও সত্যি একজন আইকন ’।
রেকর্ডের জন্য খেলেন না বিরাট
বিরাটের ১০ হাজার রানের রেকর্ড থেকে দূরে থেমে যাওয়া তিনি প্রাক্তন উইকেটরক্ষক বললেন, ‘আমার মনে হয় না যে বিরাট রেকর্ডের পিছনে দৌড়েছে। আমার মনে হয় অতিরিক্ত ক্রিকেট খেলার জন্য ও এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওকে কেউ চাপ দিয়েছে বলে আমি অন্তত মনে করি না। তাই ও কেন অবসর নিচ্ছে বা ও কি ফর্মে নেই বলে অবসর নিচ্ছে? এই সব প্রশ্নগুলোর আমার কাছে কোনও মানে নেই, কারণ এটা ক্রিকেটারের নিজস্ব সিদ্ধান্ত ’।