পূর্বাভাস মিলিয়ে নির্ধারিত সময়ের প্রায় ১ সপ্তাহ আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করল বর্ষা। মঙ্গলবার মৌসম ভবনের তরফে আনুষ্ঠানিকভাবে সেকথা জানানো হয়েছে। মৌসুমি বায়ুর অগ্রগতির যে মানচিত্র মঙ্গলবার আবহাওয়া দফতর প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গোটা নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করে আন্দামান দ্বীপপুঞ্জের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে বর্ষা।
এবছর নর্ধারিত সময়ের আগেই বর্ষা আন্দামানে প্রবেশ করবে বলে পূর্বাভাসে জানিয়েছিল হাওয়া আপিস। সেই পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার নির্ধারিত সময়ের প্রায় সাত দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে প্রবেশ করল বর্ষা। তবে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা কবে প্রবেশ করে এবার তার অপেক্ষা।
এবছর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বর্ষায় ১০৫ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। ভারতসহ উপমহাদেশের একাধিক দেশের অর্থনীতি নির্ভর করে বর্ষার বৃষ্টিপাতের ওপর। বর্ষায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে আর্থিক মন্দা ও মূল্যবৃদ্ধির সম্ভাবনা থাকে।