Sitaare Zameen Par Trailer: মুক্তি পেল আমির খান অভিনীত বহু প্রতীক্ষিত 'সিতারে জমিন পর'-এর ট্রেলার। ভক্তরা এতদিন ধরে প্রায় দমবন্ধ অপেক্ষা করছিলেন। অবশেষে এল ঝলক। আর আসতে না আলতেই, রীতিমতো ট্রেন্ড করছে ইউটিউবে।
সিতারে জমিন পর-এর ট্রেলার
৩ মিনিটের ট্রেলারে দেখা যাচ্ছে যে, আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ, যিনি সম্মান হারিয়েছেন। পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পরে, আদালত তাকে মেন্টালি চ্যালেঞ্জ লোকেদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেয়। সংবেদনশীল না হওয়ার জন্য তাঁকে ৫০০০ টাকা জরিমানাও করা হয়। জেনেলিয়া তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারটি পোস্ট করে আমির খানের প্রোডাকশন হাউজ সিনেমার সারসংক্ষেপ করে লিখেছে, ‘১ টিংগু বাস্কেটবল কোচ, ১০ তুফানি সিতারে এবং ওদের জার্নি।’
মঙ্গলবার জেনেলিয়ার স্বামী রীতেশ দেশমুখ প্রথমে 'সিতারে জমিন পর'-এর ট্রেলারের প্রাথমিক পর্যালোচনা করেন। তিনি এক্স (পূর্বে টুইটার)-এ ‘অসাধারণ ট্রেলার’ বলে অভিহিত করেছিলেন, যা ভক্তদের উত্তেজিত করে তুলেছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রেলার লঞ্চ স্থগিত করা হয়েছিল।
সিতারে জমিন পর সম্পর্কে
আর এস প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পার হল ২০০৭ সালের হিট ছবি তারে জমিন পার-এর সিক্যুয়েল। আমির খান প্রোডাকশন দ্বারা প্রযোজিত, ছবিটিতে ১০জন ডেবিউ করেছেন, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। ছবির চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা।
চলতি বছরের এপ্রিলে চিনের এক ফ্যান ক্লাবের সঙ্গে আলাপচারিতায় আমির বলেছিলেন যে, সিতারে জমিন পর ছবিতে তাঁর চরিত্রটি তাঁর তারে জমিন পার ছবিতে অভিনীত চরিত্রটির সম্পূর্ণ বিপরীত। বলেন, ‘তারে জমিন পার" ছবিতে আমার চরিত্রের নাম ছিল নিকুম্ব, যিনি একজন অত্যন্ত সংবেদনশীল ব্যক্তি। এই ছবিতে আমার চরিত্রের নাম গুলশান, কিন্তু তার ব্যক্তিত্ব নিকুম্ভের চরিত্রের ঠিক বিপরীত। তিনি মোটেও সংবেদনশীল নন। তিনি খুবই অভদ্র, সকলকে অপমান করেন।’
তিনি আরও প্রকাশ করেছেন যে, যদি তারে জমিন পার মানুষকে হাসিয়ে থকে, তবে সিতারে জমিন সকলকে হাসাবেই হাসাবে।