দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার কোনও মেধাতালিকা প্রকাশ করেনি সিবিএসই। এমনিতে কোভিডের কারণে ২০২০ সাল এবং ২০২১ সালে কোনও মেধাতালিকা প্রকাশ হয়নি। ২০২২ সাল থেকে স্থায়ীভাবে মেধাতালিকা প্রকাশ করছে না কেন্দ্রীয় বোর্ড। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে। তবে যে ০.১ শতাংশ প্রার্থী বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তাঁদের মেরিট সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) এক শীর্ষ আধিকারিক। তিনি জানিয়েছেন, ডিজিলকার থেকে সেই মেরিট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। তবে তারইমধ্যে বিভিন্ন স্কুলের তরফে যে নিজেদের সর্বোচ্চ নম্বর প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেটার ভিত্তিতে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মেধাতালিকায় (টপারদের তালিকায়) নিশ্চিতভাবে জায়গা করে নিয়েছেন উত্তরপ্রদেশের শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের সাভি জৈন এবং গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনের দিল্লি পাবলিক স্কুলের শ্লোকা উপাধ্যায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছেন।
দিনে ৪ ঘণ্টা পড়েই কীভাবে এতটা সাফল্য?
আর নিজের সাফল্যের রসায়ন ব্যাখ্যা করে সাভি বলেছেন, ‘প্রতিদিন আমি চার থেকে পাঁচ ঘণ্টা পড়তাম। স্কুলের পরে আমি টিউশন পড়তে যেতাম। আর তারপর কিছুটা বিশ্রাম নিতাম। আমার একটা নির্দিষ্ট রুটিন ছিল। কোন কোন বিষয়ের উপরে জোর দেব, সেটা আগে থেকেই ঠিক করে রাখতাম। যে বিষয়টা নিয়ে পড়তাম, সেটা একেবারে খুঁটিয়ে পড়ার উপরে জোর দিতাম। যাতে ওই বিষয়টা যে ধরনের প্রশ্নই আসুক না কেন, আমি কমপক্ষে ৯৯ শতাংশের মতো উত্তর দিতে পারি।’
সিভিল সার্ভিস দিয়ে হতে চান IAS
সেই স্ট্র্যাটেজিতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সাফল্য পেয়ে অবশ্য থেমে যেতে চান না শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী। তিনি জানিয়েছেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) আয়োজিত সিভিল সার্ভিসেস পরীক্ষা দিতে হতে চান। আর তারপর বেছে নিতে চান আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস)। সামলাতে চান বড় প্রশাসনিক আমলার পদ।
কীভাবে সাফল্য মিলবে? বাকিদের টিপস দিলেন সাভি
নিজের লক্ষ্যপূরণের জন্য পরিশ্রমে এতটুকু খামতি রাখবেন না বলেও জানিয়েছেন সাভি। সেইসঙ্গে বাকিদেরও একই পরামর্শ দিয়েছেন। শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রীর কথায়, ‘বাকি পড়ুয়াদের যে পরামর্শ দিতে চাই, সেটা খুব সহজ তোমাদের লাগাতার কঠোর পরিশ্রম করে যেতে হবে। লাগাতার কাজ করে যেতে হবে। নিজের ভুল শুধরে নিতে হবে। আর নিজের সেরাটা উজাড় করে দিতে হবে।’