সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ছেলেদের প্রায় 'ছয় গোল' দিলেন মেয়েরা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে, এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯১.৬৪ শতাংশ। সেখানে ৮৫.৭০ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছেন। আর ট্রান্সজেন্ডার প্রার্থীদের পাশের হার ১০০ শতাংশে ঠেকেছে। সার্বিকভাবে মোট পাশের দাঁড়িয়েছে ৮৮.৩৯ শতাংশ। যা গত বছরের থেকে সামান্য বেশি। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ। তবে অঞ্চল-ভিত্তিক পাশের নিরিখে দক্ষিণ ভারতকে টলাতে পারেনি কেউ। দাপুটে ফলাফল করেছে দক্ষিণ ভারত। আর শীর্ষস্থান কে দখল করবে, সেটা নিয়ে আদতে লড়াই হয়েছে দক্ষিণ ভারতের অঞ্চলগুলির মধ্যেই। তবে অঞ্চল-ভিত্তিক ফলাফলের নিরিখে পূর্ব ভারত বেশ কিছুটা পিছিয়ে আছে।
আরও পড়ুন: সবজি বেচেন বাবা, কোচবিহারের তুষার উচ্চমাধ্যমিকে দ্বিতীয়, জানুন সাফল্যের চাবিকাঠি
পরিসংখ্যানে CBSE বোর্ড পরীক্ষার রেজাল্ট
১) এবার মোট ১৬,৯২,৭৯৪ জন প্রার্থী সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন মোট ১৪,৯৬,৩০৭ জন। গতবারের থেকে পাশের হার বৃদ্ধি পেয়েছে ০.৪১ শতাংশ।
২) ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ১,১১,৫৪৪ জন প্রার্থী। আবার ২৪,৮৬৭ জন প্রার্থীর প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশের গণ্ডি পেরিয়ে গিয়েছে।
৩) কম্পার্মেন্ট ক্যাটেগরিতে আছেন ১.২৯ লাখ প্রার্থী।
আরও পড়ুন: দিনে ১২ ঘণ্টা পড়াশোনা, দেড় মাসের প্রস্তুতিতেই বাজিমাত, উচ্চ মাধ্যমিকে প্রথম রূপায়ণ
CBSE বোর্ড পরীক্ষায় কোন অঞ্চল বাজিমাত করেছে?
১) বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ): ৯৯.৬ শতাংশ। গতবারের পাশের হারের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল বিজওয়াড়া। এবার ত্রিবান্দ্রমকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে।
২) ত্রিবান্দ্রম (কেরল): ৯৯.৩২ শতাংশ। ২০২৪ সালে শীর্ষস্থানে ছিল। পাশের হার ছিল ৯৯.৯১ শতাংশ। এবার সেই স্থানটা খুইয়েছে।
৩) চেন্নাই (তামিলনাড়ু): ৯৭.৩৯ শতাংশ।
৪) বেঙ্গালুরু (কর্ণাটক): ৯৫.৯৫ শতাংশ।
৫) পশ্চিম দিল্লি: ৯৫.৩৭ শতাংশ।
৬) পূর্ব দিল্লি: ৯৫.০৬ শতাংশ।
৭) চণ্ডীগড়: ৯১.৬১ শতাংশ।
৮) পঞ্চকুলা: ৯১.১৭ শতাংশ।
৯) পুণে: ৯০.৯৩ শতাংশ।
১০) আজমের: ৯০.৪ শতাংশ।
১১) ভুবনেশ্বর (ওড়িশা): ৮৩.৬৪ শতাংশ।
১২) গুয়াহাটি (অসম): ৮৩.৬২ শতাংশ।
১৩) দেরাদুন: ৮৩.৪৫ শতাংশ।
১৪) পাটনা: ৮২.৮৬ শতাংশ।
১৫) ভোপাল: ৮২.৪৬ শতাংশ।
১৬) নয়ডা: ৮১.২৯ শতাংশ।
১৭) প্রয়াগরাজ: ৭৯.৫৩ শতাংশ।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে নবম স্থানে দুই ভাই, কাকতালীয় হলেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চর্চা
কীভাবে CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) cbseresults.nic.in-তে যেতে হবে পড়ুয়াদের।
২) তাতে যে পেজ খুলে যাবে, সেটার উপরেই লেখা আছে 'Examination Results 2025'। তারপর ‘Senior School Certificate Examination (Class XII) Results 2025 (Link 1) - Announced on 13th May 2025’, ‘Senior School Certificate Examination (Class XII) Results 2025 (Link 2) - Announced on 13th May 2025 বা ’Senior School Certificate Examination (Class XII) Results 2025 (Link 3) - Announced on 13th May 2025'-তে ক্লিক করে রেজাল্ট দেখতে হবে।