IBPS ক্লার্ক নিয়োগ ২০২৫-এ অনলাইনে আবেদন করুন: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) শীঘ্রই IBPS ক্লার্ক নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১০,২৭৭টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। যদি আপনি এখনও আবেদন না করে থাকেন, তাহলে অবিলম্বে অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-তে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২৮ অগস্ট। এই নিয়োগের জন্য প্রাথমিক পরীক্ষা অক্টোবরে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল পরীক্ষা হবে নভেম্বরে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্ক অফ বারোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে প্রার্থীরা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে নিয়োগ পাবেন। তারইমধ্যে আইবিপিএসের তরফে জানানো হয়েছে যে আগামী ২ সেপ্টেম্বর এডিট উইন্ডো খোলা হবে। বন্ধ হবে ৩ সেপ্টেম্বর।
শিক্ষাগত যোগ্যতা কী কী?
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
IBPS ক্লার্ক নিয়োগের বয়সসীমা
প্রার্থীদের ন্যূনতম বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে, তবে তাঁরা ক্লার্ক পদে আবেদন করার যোগ্য হবেন। অর্থাৎ প্রার্থীর জন্ম ১৯৯৭ সালের ২ অগস্টের আগে এবং ২০১৫ সালের ১ অগস্টের পরে হতে পারবে না। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
IBPS ক্লার্ক নিয়োগের ডিরেক্ট লিঙ্ক -
আবেদন ফি কত পড়ছে?
জেনারেল প্রার্থীর জন্য আবেদন ফর্মের ফি ৮৫০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থী দের (তফসিলি জাতি , তফসিলি উপজাতির মতো সংরক্ষিত শ্রেণির প্রার্থী) ক্ষেত্রে ফি ১৭৫ টাকা।
IBPS ক্লার্ক নিয়োগের জন্য কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে প্রার্থীকে ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার আপনাকে সাম্প্রতিক আপডেটে গিয়ে CRP-Clerk- XV-ls ক্লিক করতে হবে।
৩) এরপর আপনাকে আবেদন করার লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এবার আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
৫) এবার আপনাকে লগ-ইন করতে হবে।
৬) এবার আপনার আবেদন ফর্ম পূরণ করুন।
৭) এরপর আপনার বিভিন্ন নথিপত্র স্ক্যান করে আপলোড করুন এবং ফি জমা দিন।
৮) এরপর আপনি কনফার্মেশন পেজ ডাউনলোড করুন।
৯) ভবিষ্যতের জন্য এই পেজের প্রিন্ট-আউট বের করে রাখুন।