
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ট্র্যাডিশন বজায় রাখল সাউথ পয়েন্ট হাইস্কুল। প্রতিবারের মতো এবারও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করলেন সাউথ পয়েন্টের পড়ুয়ারা। দশম শ্রেণির পরীক্ষায় স্কুল থেকে সর্বোচ্চ ৪৯৪ নম্বর উঠেছে। ৪৯০ নম্বর (৯৮ শতাংশ) বা তার বেশি পেয়েছে মোট ন'জন। আর গড় নম্বর হল ৮৪.৪ শতাংশ। সেখানে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় গড় নম্বর ৮২.৬৭ শতাংশে ঠেকেছে। তিনজন আবার ৪৯০ নম্বরের বেশি পেয়েছেন। তাঁদের মধ্যে দু'জনই কলা বা হিউম্যানিটিজের পড়ুয়া। যিনি সাউথ পয়েন্ট থেকে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সবথেকে বেশি নম্বর পেয়েছেন, সেই দীপিতা মজুমদারও হিউম্যানিটিজের ছাত্রী। তিনি ৪৯২ নম্বর পেয়েছেন।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে নবম স্থানে দুই ভাই, কাকতালীয় হলেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চর্চা
১) দীপিতা মজুমদার: প্রাপ্ত নম্বর ৪৯২ (৯৮.৪ শতাংশ), হিউম্যানিটিজ।
২) সায়ন্তন মণ্ডল: প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২ শতাংশ), সায়েন্স।
৩) সৌমিলি রায়: প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ), হিউম্যানিটিজ।
৪) ঋজি চট্টোপাধ্যায়: প্রাপ্ত নম্বর ৪৮৯ (৯৭.৮ শতাংশ), হিউম্যানিটিজ।
৫) নিলয় দত্ত: প্রাপ্ত নম্বর ৪৮৯ (৯৭.৮ শতাংশ), সায়েন্স।
৬) অঙ্কুর রায় চৌধুরী: প্রাপ্ত নম্বর ৪৮৮ (৯৭.৬ শতাংশ), হিউম্যানিটিজ।
৭) সৌহার্দ্য দেবনাথ: প্রাপ্ত নম্বর ৪৮৮ (৯৭.৬ শতাংশ), সায়েন্স।
৮) কৃতিকা গুহ: প্রাপ্ত নম্বর ৪৮৭ (৯৭.৪ শতাংশ), সায়েন্স।
৯) শিবরঞ্জনী মিত্র: প্রাপ্ত নম্বর ৪৮৬ (৯৭.২ শতাংশ), হিউম্যানিটিজ।
১০) শিরিন সাউ: প্রাপ্ত নম্বর ৪৮৬ (৯৭.২ শতাংশ), হিউম্যানিটিজ।
১১) সম্রাট সেনগুপ্ত: প্রাপ্ত নম্বর ৪৮৫ (৯৭ শতাংশ), সায়েন্স।
১২) সৌনক মুখোপাধ্যায়: প্রাপ্ত নম্বর ৪৮৫ (৯৭ শতাংশ), কমার্স।\
আরও পড়ুন: দিনে ১২ ঘণ্টা পড়াশোনা, দেড় মাসের প্রস্তুতিতেই বাজিমাত, উচ্চ মাধ্যমিকে প্রথম রূপায়ণ
১) সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা মিলিয়ে মোট ১২ জনের প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশের গণ্ডি ছুঁয়েছে।
২) দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৩১১ জন। আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সেই মাইকফলক পার করেছেন ১৫৬ জন পড়ুয়া।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports