বৃহস্পতিবার আবারও বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনকে গ্র্যান্ড চেস টুরের ষষ্ঠ রাউন্ডে হারিয়ে দেন ভারতের দোম্মারাজু গুকেশ। ১৮ বছর বয়সী গুকেশ ইতিমধ্যেই দাবা দুনিয়ায় নজর কেড়ে ফেলেছেন। এক নয়, একাধিকবার এবার কার্লসেনকে হারানোর নজির গড়ে ফেললেন তিনি। এতদিন পর্যন্ত দাবা বিশ্বের প্রায় সব ইভেন্টেই কার্লসেনকেই সেরা মনে করা হত, কিন্তু তাঁর দিন যে আসতে আসতে শেষের দিকে এগোচ্ছে, আর গুকেশরাই যে আগামী দিনের ভবিষ্যৎ সেটাই যেন বোঝা গেল। কিছুদিন আগেই কার্লসেনকে তাঁর দেশেই অর্থাৎ নরওয়েতেই হারিয়ে এসেছিলেন গুকেশ।
নরওয়ের তারকা সাম্প্রতিক সময়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে আর নামেননা। অনেক সময়ই গুকেশসহ বাকি দাবাড়ুদের দক্ষতা নিয়ে প্রশ্ন করে থাকেন কার্লসেন। কিন্তু নিজেকে বড়় দেখাতে গিয়ে অন্যদের ছোট করতে করতে তাঁর খেলাতেও যে প্রভাব পড়বে, সেটা এতদিন বুঝতে পারেননি কার্লসেন। এবার পরপর দুই হারেই যেন ধাক্কা পেলেন এই তারকা। ইভেন্ট শুরুর আগে কার্লসেন বলেছিলেন, ‘গুকেশ এখনও এমন কিছুই করেনি যে Rapid and Blitz-এ ও ভালো কিছু করে দেখাতে পারে বলে আমার মনে হবে। ও এই ফরম্যাটে যে সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম, সেটা এখনও প্রমাণিত হয়নি, আমি চাইব গুকেশ যেন আরও ভালো খেলে ’।
গুকেশও পাল্টা উত্তর দিয়েছিলেন পারফরমেন্স দিয়েই। প্রথম রাউন্ডের একটি ম্যাচে হারের পর আলিরেজা ফিরৌজা, আর প্রজ্ঞানন্দ,নোদিরবেক আবদুসসাত্তারভ, ফাবিয়ানো কারুয়ানা এবং ম্যাগনাস কার্লসেনকেই টানা হারিয়েছেন গুকেশ। আর তা দেখেই প্রাক্তন বিশ্বের এক নম্বর গ্যারি কাসপারভ বলছেন, ‘এবার কিন্তু আমরা ম্যাগনাসের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলতে পারি। এটা গুকেশের কাছে দ্বিতীয় হার শুধু নয়, এই ম্যাচে গুকেশ ভালোভাবেই জিতেছে। এমন নয় যে কার্লসেনের কোনও একটা ভুলের জন্য বিশাল সুবিধা পেয়ে গিয়ে তা কাজে লাগিয়ে জিতেছে গুকেশ। এই ম্যাচে ভালো লড়াই হয়েছে, আর শেষ পর্যন্ত ম্যাগনাস হেরেছে ’।
এরপর কাসপারভ আরও বলেন, ‘ওর ধৈর্য্য দেখে আমার কম্পিউটারের কথা মনে পড়ে যায়। কম্পিউটারের সঙ্গে খেলতে গেলে যদি মনযোগে ব্যাঘাত ঘটে, তাহলে খেলায় হারতে হয়। গুকেশ এমন একজন খেলোয়াড়, যাকে বারবার হারাতে হবে। কার্লসেন এখানে নরওয়ে চেস প্রতিযোগিতায় হারের বদলা নিতে এসেছিল, কিন্তু বদলা নেওয়ার মানসিকতাটা একদমই ঠিক জিনিস নয় ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।