৫ জুলাই, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। এক সপ্তাহ মাসির বাড়ি থাকার পর এই দিন নিজের বাড়ি ফিরে যান প্রভু জগন্নাথ। পুরীর পাশাপাশি বিভিন্ন শহর এবং গ্রামে এই দিন পালিত হচ্ছে উল্টো রথযাত্রা উৎসব।
রথযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন শহরে তারকাদের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্টোরথে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় এবং বনি সেনগুপ্তকে দেখা যায় রথের দড়ি টানতে। তবে এখানেই শুরু হয় সমস্যা। বনি এবং কৌশানির রথযাত্রার বিশেষ ভিডিয়ো দেখেই ক্ষোভে ফেটে পড়েন নেট দুনিয়ার বাসিন্দারা।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
কৌশানি যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, তিনি একটি কালো রঙের শার্ট এবং একটি জিন্স পরে রথের দড়ি টানছেন। পাশে সঙ্গ দিচ্ছেন। l বনি। অভিনেতা পরে রয়েছেন একটি সাদা রঙের কুর্তা এবং ধূসর রঙের প্যান্ট। দুজনের গলায় মালা।
রথের দড়ি টানার পর রথের ওপরে উঠেও ছবি তোলেন তাঁরা। উপস্থিত সকলের উদ্দেশ্যে জয় জগন্নাথ বলে ওঠেন অভিনেত্রী। সবকিছুই ঠিক ছিল কিন্তু রথযাত্রা উপলক্ষে কৌশানি যে প্যান্টটি পরেছিলেন, সেটি দেখে ভীষণ ক্ষুব্ধ হন সকলে।
কৌশানির পরনের প্যান্টকে এককথায় বলা হয় ছেঁড়া জিন্স অথবা টর্ন জিন্স। তবে এই ছিঁড়ে যাওয়ার অংশটা এতটাই বেশি ছিল যে তা চোখে লেগেছে সকলের। প্রায় উরু থেকে হাঁটুর নিচ পর্যন্ত ছেঁড়া ছিল, যা ভীষণ কুরুচিকর দেখতে লাগছিল।
কৌশানির এই ভিডিয়ো দেখে একাধিক মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। কেউ অভিনেত্রীকে ‘রুচিহীন’ বলে কটাক্ষ করেছেন কেউ আবার বলেছেন, ফাটা প্যান্ট পড়ে রথের দড়ি টানছো, এরকম আগে কাউকে দেখিনি। কেউ কেউ আবার বনিকে কৌশানির ‘বডিগার্ড’ বলেও কটাক্ষ করেছেন।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত, গত বছর থেকেই কৌশানির কেরিয়ার ঊর্ধগামী হয়েছে। ‘বহুরূপী’ তারপর ‘কিলবিল সোসাইটি’, দুটি ছবিতেই অসাধারণ অভিনয় করে নিজেকে প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। এবার দেখার পালা আগামী ছবিগুলিতেও তিনি নিজের এই জনপ্রিয়তা ধরে রাখতে পারেন কিনা।