আপাতত উত্তেজনার সপ্তম স্বর্গে রয়েছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির ভক্তরা। আর হবে না কেন, সেই ২০১৩ সালে খোকা ৪২০-এ শেষ দেখা গিয়েছিল তাঁদের। মাঝে ধূমকেতু-র কাজ হলেও, তার মুক্তি আটকে ছিল এতদিন। তবে এবারে সব প্রতীক্ষার অবসান। ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধূমকেতু।
শুক্রবারই প্রকাশ্যে এসেছিল ধূমকেতুর প্রথম গানের টিজার। আর রথের দিন সেই গানের একটা ছোট্ট অংশ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন প্রযোজক রাণা সরকার। ‘গানে গানে’ নামের সেই গানের ঝলকে দেখা গেল, সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছেন শুভশ্রী। মুখ ভরা রাগ-অভিমান। দেবকে দেখেও দেখলেন না। মুখ ফিরিয়ে চলে গেলেন সাইকেল নিয়ে।
আর প্রেমিকার মান ভাঙাতে পিছনে ছুট দেবের। পাহাড়ি রাস্তা। শ্রেয়া ঘোষাল আর অরিজিতের কণ্ঠস্বর। সব মিলিয়ে যেন মন ভালো করে দেওয়ার ‘ম্যাজিক’! ‘গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়…’! দেব আর শুভশ্রীর মন হয়তো এখন অনেকখানিই দূরে সরে গিয়েছে, তবে তাঁদের ভক্তদের মন নিঃসন্দেহে ছুঁয়ে গেল রাণার এই উপহার।
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম সিনেমা ছিল ধূমকেতু। ছবিতে সহ প্রযোজক ছিলেন রাণা সরকার। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমার টিজার এর মধ্যেই এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা গিয়েছে, কোনো কারণে নিজেকে অন্তরালে নিয়ে গিয়েছে দেবে-র চরিত্র। কোনো মিথ্যে বদনাম, নাকি বিপদের আভাস, কী তাকে নির্জনে থাকতে বাধ্য করেছে স্পষ্ট নয়, তবে একদিন সে ঠিক করে, আর নয়। এবার ফিরে আসার পালা। দেবের ডায়লগ, ‘গত নয় বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি ৷ আমি কোনও দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে ৷ আমি আর মৃত্যুকে ভয়ই পাই না ৷...’
টিজারে দেব-শুভশ্রীর রোম্যান্স, বিরহ, দেবের অ্য়াকশন, প্রস্থেটিক-- সবটা মিলিয়ে যাকে বলে দশে দশ। এখন দেখার ১৪ অগস্ট থেকে দর্শকরা কতটা হলমুখী হন ধূমকেতুর পাশে দাঁড়াতে।