ক্রিকেট জগতের এক অন্যতম নক্ষত্র হলেন মহেন্দ্র সিং ধোনি। এই প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্ত অগুনতি। সহকর্মী থেকে সাধারণ মানুষ, ধোনিকে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাবেন না আপনি। গত ৪ জুলাই ছিল মহেন্দ্র সিং ধোনির বিবাহবার্ষিকী। ১৫ বছর বিবাহবার্ষিকী কেমন করে কাটালেন তিনি?
গতকাল অর্থাৎ ৪ জুলাই অ্যানিভার্সারি উপলক্ষে একটি ছবি পোস্ট করেন সাক্ষী। সাক্ষী যে ছবিটি পোস্ট করেন সেখানে দেখা যায় সাক্ষী এবং ধোনি দুজনেই পিছনে ফিরে তাকিয়ে রয়েছেন। সূর্যের আলো এসে পড়ছে তাঁদের ওপর। ছবিটি পোস্ট করে সাক্ষী লেখেন, আমরা একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম! ১৬ তারিখে।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
সাক্ষীর এই পোস্টে বহু মানুষ ধোনি এবং সাক্ষীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। তবে এরপর এই প্রশ্ন আসে, কীভাবে বিবাহবার্ষিকী পালন করলেন তাঁরা? কোথায় ঘুরতে গেলেন? কি করলেন? না, এই বছর তেমন কোন বড় প্ল্যান করেননি দম্পতিই। অন্তত সাক্ষীর পোস্ট করা ছবি দেখে তো তেমনই মনে হচ্ছে।
বিবাহবার্ষিকী উপলক্ষে সাক্ষীর দ্বিতীয় পোস্টে দেখা যাচ্ছে বাড়িতেই কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করেছেন এই দম্পতি। প্রথম ছবিটা দেখা গিয়েছে, স্ত্রীকে কেক খাইয়ে দিচ্ছেন মিস্টার কুল, অন্যদিকে দ্বিতীয় ছবিতে সাক্ষীকে দেখা যাচ্ছে স্বামীকে কেক খাইয়ে দিতে।
ছবিটির ক্যাপশনে সাক্ষী প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন যারা তাঁদের দুজনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। আপাতত বাড়িতেই অ্যানিভার্সারি সেলিব্রেট করলেও আগামী দিনে ঘুরতে যাওয়ার কোনও প্ল্যান আছে কিনা তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন ট্রফি জিতে ভারতকে একটি অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন কুল। যতই বড় সমস্যা হোক না কেন সব সময় মাথা ঠান্ডা রাখার জন্য পরিচিত এই ক্রিকেটার। চলতি বছর আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যায় ধোনিকে।