বিগত কয়েকমাস ধরেই বারংবার চর্চায় আসছে তিনটি নাম। সায়ন্ত মোদক, দেবচন্দ্রিমা সিংহ রায় ও কিরণ মজুমদার। শুরুটা হয়েছিল কিরণ আর সায়ন্তর বিচ্ছেদকে নিয়ে। আর যা পৌঁছয় সোশ্যাল মিডিয়া অবধি। একে-অপরের দিকে আঙুল তুলে, দুজনেই ভিডিয়ো বানান। অভিযোগ করেন একে-অপরের নামে ভুরিভুরি। আর তারপরই কিরণের পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা। ঘুরে দাঁড়ানোর সাহস জোগান। এমনকী, কিরণের কিছু জিনিস, যা সায়ন্তর কাছে রয়ে গিয়েছিল, সেটিও ফেরত এনে দেন।
এরপর কিরণ ও দেবচন্দ্রিমার বন্ধুত্বের ছাপ পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। কখনো লং ড্রাইভ, কখনো রেস্তোরাঁ হপিং, আবার কখনো সিকিম ভ্রমণ। তবে হঠাৎই তাল কাটে। দেখা যায়, হঠাৎই দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন কিরণকে। এমনকী, দুজনের একসঙ্গে বানানো সব ভিডিয়োও সরিয়ে দিয়েছেন ইউটিউব থেকে।
টলিপাড়ার আনাচে-কানাচে এরপর শোনা যেতে শুরু করে, সায়ন্তর সঙ্গে নাকি ফের যোগাযোগ হয়েছে কিরণের। আর তাতেই রেগে লাল দেবচন্দ্রিমা।
আপাতত কিরণের একটি পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর ক্যাপশন দেখে ধারণা করা যাচ্ছে যে, ‘সায়ন্তর কাছে ফেরা’ বিতর্কেই যেন জবাব দিয়েছেন। ফোটোশ্যুটের একটি ভিডিয়ো শেয়ার করে কিরণ ক্যাপশনে লিখলেন, ‘ওরা বলেছে আমি আবার কারো কাছে ফিরে গিয়েছি... আর ওরা ঠিকই বলেছে। যার কাছে ফিরেছি, সে হল সেলফ-ওয়ার্থ।’
কিরণের এক ভক্ত এই পোস্টে লিখলেন, ‘আমার ক্যাপশনটা দারুণ লেগেছে। একদম যোগ্য জবাব।’ আরেকজন লিখলেন, ‘ভুল রিপিট কোরো না।’ তৃতীয়জন লিখলেন, ‘তোমার আর দেবচন্দ্রিমাদির কী নিয়ে ঝামেলা আমি জানি না। কিন্তু তোমরা দুজন মিটিয়ে নিলে আমরা খুব খুশি হব।’